
এসো প্রিয়, এসো জড়াও জোনাক স্নানে
বেদনার কোন গান রেখনা আর মনে
ভুলে গিয়ে ধানশালিক বাবুইয়ের নীড়
স্মৃতির পলাশ বনে মৌমাছির ভীর
আজ এই উতলা সমিরণে সন্ধ্যাক্ষণে
কে কারে পায় নয়া যমানায় রঙ্গিলা মনে
আগুন জ্বলুক পুড়িয়ে দিক বুকের তল
প্রেম দিয়ে গেলো বিরহ, নয়ন ভরা জল।
আমি এখন একলা পাখি জোনাক স্নানে
তুমি কোথা কোন কপালকুন্ডুলার সনে
লঙ্কার কলঙ্ক মুছতে কি পেরেছে বিভীষণ
মানুষ কেন ভাঙ্গে আপনার কাছে আপনার পণ
আমারে ভাসাইলা নির্দয়, দুঃখের বাণে
তুমি সুখ খুঁজে পাবেনা ভূবনে কোনখানে,
কার হাসিতে ফুটে তবে এখন পোলাপ ফুল
গন্ধ ছড়াতে ভুলেনাতো ভালোবাসার বকুল।
পুলকিত শিহরণ জাগেনা কেন জোনাক স্নানে
ভুলতে যে পারিনা তোমারেই পড়ে মনে।
ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




