
অভিমানের পাহাড় জমেছে তোমার বুকে, বলোনিতো আগে
হাসিমুখ দিয়ে যতনে লুকিয়ে রেখেছো সব বিষাদ, বুঝিনি তা
একবার যদি জানতাম তোমার অন্তরটাকে ভুল দূর হতো চোখের পলকে
দিলেনা সুযোগ, জ্বলে পুড়ে বুক, জড়িয়ে ধরেছে সুখের অসুখ।
সম্পর্কের শেষ দিকে এসে অনুরাগের ছোঁয়াও গলাতে পারেনি তোমায়
কাচের দেয়াল টিকেনাতো বেশিদিন একদিন ঝরে যায় বজ্রাঘাতে
আমার হৃদয়ে ছিলনা অন্যকারো ছায়া তবে কি করে তুমি কাটালে আমার মায়া
বুঝিনি লাভ-ক্ষতির হিসাব, আমার অভিযোগ আমার পাপ, কোথায় ইনসাফ ?
ফাগুনের কৃষ্ণচূড়া যতই ছড়াক রূপের ছটা দিন শেষে আসে পতনের ডাক
অভিমানী হৃদয় কতটা দূবির্ষহ হলে কেটে দেয় মায়ার বাঁধন করে সব ছিন্ন
আমার হাত ছেড়ে দিয়ে কোন কাননের ফুল হয়ে ফুটতে চাও বলনা
এতটা হৃদয়হীনা কি করে হতে পারলে, কি ছিল আড়ালে, আমাকে হারালে।
যদি আবার ফিরে পেতাম তোমায়, মুছে দিতাম ভুলে ভরা অভিমানের খাতা
চাইলে সব কিছুর পূর্ণতা পাওয়া যায়না জীবনে, কিছু হারাতে হয় অবলীলায়
পড়ন্ত সূর্য আর ফিকে আলোয় মনে করিয়ে দেয় পুরোনো সব কথা
হায় অভিমান, কেড়ে নেয় মান, থামিয়ে দেয় গান থমকে যায় চঞ্চল প্রাণ।
তুমি আর ফিরলেনা অভিমানের আসমান ভেঙ্গে মধুর সন্ধ্যা বসন্ত সমীরণে
লিখে গেলাম কত কবিতা, কত ছন্দ তবুও ভরেনা তুমি হীনা হৃদয় আনন্দ
ক্রমে ক্রমে লীন হল আশার প্রদীপ ঢেকে গেলে আধাঁরে আমার পৃথিবী
ছুটে গেল মগ্নতার খেয়াল, ধূসর দৃষ্টি জাল, তবুও ভাঙ্গা হলনা অভিমানের দেয়াল।
ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




