ইসলাম বুঝতে আপনি কার আদর্শ বেশি অনুসরণ করবেন - নবীজির বংশধর নাকি তাঁদের বাইরের কারো? নবীজির কথা যারা ভুলে গিয়েছেন এবং আমাদের ভুলে যেতে অযাচিতভাবে চেষ্টা করে যাচ্ছেন, তারাই দিনের পর দিন বড় ভুল করে যাচ্ছেন, আর, নবীজির উপর দোষ চাপাচ্ছেন।
শেষ নবী হযরত মুহাম্মদ (সা) বলেছেন - "আমি তোমাদের জন্যে সমান গুরুত্বপূর্ন দুইটি বস্তু রেখে যাচ্ছি - একটি হচ্ছে আল্লাহ্র কোরআন এবং আরেকটি হচ্ছে আল-ইতরাত।" ১০৮টি সুন্নী হাদিসের কিতাবে এই হাদিসটি সংকলিত আছে। প্রশ্ন হচ্ছে 'আল ইতরাত' অর্থ কী?
আল-ইতরাত হচ্ছে নবীজির বংশধর।
এই প্রসঙ্গে, আরেকটি হাদিস হচ্ছে - "আমার আহলে বায়াতের আগে যেও না, বেশি পিছনেও যেও না।"
এই থেকে বুঝা যায়, নবীজির 'আহল' অর্থাৎ বংশ থেকে বেশি বুঝা উচিৎ নয়।
ইসলামের সকল জ্ঞানের উৎস হচ্ছে পবিত্র কোরআন - আল্লাহর বাণী। কোরআনের জ্ঞান যারা ধারণ করেন, তাঁরাই আমাদের মুসলিম সমাজের অগ্রগণ্য ব্যক্তি।
এখন, প্রশ্ন হচ্ছে, কোরআনের জ্ঞানের অধিকারী কে? কোরআন সংকলন করার দায়িত্ব নবীজি কাকে দিয়েছিলেন? এই প্রসঙ্গে প্রসিদ্ধ হাদিসগুলো থেকে উত্তর নেওয়া যায় - 'কোরআনের জ্ঞানের অধিকারী হযরত আলী (আঃ) কোরআন সংকলনের দায়িত্ব পেয়েছিলেন কারণ তিনি ছিলেন জ্ঞানের দরজা'।
পবিত্র কোরআনের সাথে সংঘর্ঘিক হাদিস নবীজি আস্তাকুড়ে নিক্ষেপ করতে বলেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



