
ওরা এখনো বলে, শাপলা চত্বরে হেফাজতের জমায়েতে
কাউকেই নাকি হত্যা করা হয়নি।
গায়ে রং মেখে কিছু লোক ৫ মে ২০১৩ গভীর রাতে
শুয়ে শুয়ে মজা করছিল মতিঝিলের রাজপথে।
ওরা বলতে চায়, ফ্যাসিবাদের ভয়াল ১৭ বছরে
কোন মানুষকেই নাকি গুম করা হয়নি।
শুধুমাত্র কিছু লোক ইচ্ছে করেই
পরিবার থেকে পালিয়ে গিয়ে গুমের নাটক সাজিয়েছিল।
ওরা বলে যে, ২০২৪ এর জুলাই আন্দোলনে
কাউকেই গুলি করে হত্যা করা হয়নি।
যারা মারা গেছে, যারা আহত হয়েছে,
এগুলো নাকি সবই ছিল ছাত্র-জনতার ভাওতাবাজি।
ওরা বলে, কোন ব্যাংকই নাকি লুট করা হয়নি
এদেশের কোন টাকাও নাকি পাচার করা হয়নি।
এগুলো নাকি স্রেফ মিডিয়ার অপতথ্য,
এসবের নাকি আদৌ কোন ভিত্তিই নেই।
ওরা বলে ফ্যাসিবাদেই নাকি দেশ উঠেছিল উন্নতির শিখরে
সবকিছু নাকি তখনই ছিল সুন্দর এবং স্বাভাবিক।
শুধুমাত্র ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যই নাকি
দেশছাড়া করা হয়েছে ওদেরকে।
আসল সত্য তাহলে কোনটা?
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



