একদিন আমি চলে যাবো
একদিন আমি চলে যাবো
একদিন আমি চলে যাবো, নিঃশব্দে,
কেউ জানতে পারবে না, কেউ দেখতে পাবে না,
এখানের আলো-বাতাসে থাকবে না আমার ছায়া,
আমার নিঃশ্বাসের উষ্ণতা থেমে যাবে।
আমার অলক্ষে পদতলে পিষ্ঠ হবে না
আর কোন নিরীহ পিপড়ে,
অন্য কোন ক্ষুদ্র প্রাণীর জন্য
হয়ে উঠবো না যন্ত্রণার কারণ,
আমি চলে যাব নিঃশব্দে,
শুধু কিছু নীরবতা সাথে নিয়ে,
স্মৃতির... বাকিটুকু পড়ুন












