
দিনগুলো বয়ে যায়,
অগোচরে হায় হায়,
আমলের খাতায় জমে - শুন্যতা
পোড়া মন শুধু জানে,
মদিনার পথপানে,
কী যে টান পেতে চায় - পূর্ণতা
আমালে সালেহ নেই,
তাঁর ভালোবাসাতেই,
বেঁচে যদি যেতে পারি - আশা
জীবন তো থেমে নেই,
পাপাচারও চলছেই,
ক্ষমার বাসনা বাধে মনে - বাসা
অচেনা অচিন দেশে,
একদা একেলা এসে,
বেখেয়াল সময় গেল - ফুরিয়ে
ক'দিনের খেলা শেষে,
একাকি পথিক বেশে,
পুনঃযাত্রা কিছু পথ - ঘুরিয়ে
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




