
১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান ছিলো। আমার মনে হয় না জামাতও এ কথা অস্বীকার করবে। অবশ্য রাজনৈতিক লোকজনের উপরে কোন বিশ্বাস নাই।
অনেকেই আশংকা করছেন যে জামাত হয়ত ক্ষমতায় চলেই যাবে এবারের ভোটে। বিষয়টা ভাবা যতটা ভয়ঙ্কর, তার থেকে আমার কাছে বেশী হাস্যকর লাগে। অবশ্য যেতেও পারে!
রেডিট এবং ডিসকর্ডে আমি প্রায়সই ইয়াং জেনারেশনের লেখা পড়ি, তাদের সাথে কথা বলি। তাদের প্রায় সবার মধ্যে জামাতকে নিয়ে একটা বড় ভয় হচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে শরীয়া আইন প্রতিষ্ঠা করবে। সেটা করলে আজকে যারা ইচ্ছা মত যা খুশি তা করে, তার অধিকাংশেই বাঁধা পড়বে। আমার অবশ্য জামাতের শরীয়া আইন প্রতিষ্ঠার বিষয়টা বিশ্বাস যোগ্য মনে হয় না। তারা এটা করবে না, পারবেও না।
তবে আমি প্রায়শই একটা প্রশ্ন করে থাকি ঐ ইয়াং জেনারেশনদের, তারা অবশ্য কেউ প্রশ্নটার উত্তর দিতে পারে না সরাসরি। থতমত খায়।
ভাবলাম আপনাদের সাথেই সেটা শেয়ার করি। আশাকরি উত্তর পাবো কিছু।
ধরেন, জামাত ক্ষমতায় গেলো। তাদের একক সংখ্যাগরিষ্ঠতা হলো। তারা কারও তোয়াক্কা না করেই যে কোন আইন বা যে কোন কিছু সংসদে পাশ করে ফেলতে পারে। ধরেন র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি সব তাদের দখলে চলে গেলো। এরপর কি তারা কোনদিন দেশটাকে পাকিস্তানের অংশ বলবে? বলবে এটা পূর্ব পাকিস্তান?
আপনার কি মনে হয়?
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




