
আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা গৌণ।
ইউনুস ও জামাত-শিবির নির্বাচন না'করে ক্ষমতায় থাকার পক্ষপাতী। গত বছরের জুলাই ক্যু হয়েছিলো বাইডেনের সময়; এখন ক্ষমতায় ট্রাম্প। ট্রাম্প বাইডেনের টিমের কোন কাজই পছন্দ করছে না; সর্বোপরি, সে কোন গরীবদেশ নিয়ে আমেরিকার মাথা ঘামানোর পক্ষে নয়।
বাংলাদেশ, ইয়েমেন, সুদানের সরকারগুলো কি করছে, এসব নিয়ে ট্রাম্প মাথা ঘামাতে চাহে না। ট্রাম্প ইউক্রেন, ভেনজুয়েলা ও ধনী আরবদের সাথে কাজ করতে চায়।
বাইডেনের টিম ট্রাম্পের জন্য প্রস্তুত ছিলো না; ট্রাম্পকে বুঝ দেয়ার জন্য বাংলাদেশে নির্বাচিত সরকার আছে দেখাতে হবে; তারপর যা ঘটে, উহা পরের বিষয়। দুতাবাস চেষ্টা করবে, রেজাল্ট যেন ইউরোপিগ্য়ান ইউনিয়নের কাছে কিছুটা হলেও গ্রহনযোগ্য হয়, বাকীরা জাহান্নামে যাক।
এদিক থেকে ভাবলে, দুতাবাস চাইবে বিএনপি'কে বেশী সীট দিয়ে রেজাল্ট দিতে; কিন্তু পাকিস্তান ও ইউনুস একবারে বসে নেই; তারা চাইবে যে, জামাতও যেন কিছুটা মাংস পায়। যাক, বিএনপি ও জামাতে চোর-ডকাত ও জংগী ব্যতিত কোন মানুষ নেই।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



