মেঘের মেয়ে
এক ফোঁটা জল চেয়েছি ঠোঁটে,
তুমি দিয়েছ বৃষ্টি ভঁরা আকাশ,
স্বপ্ন চেয়েছি আমি চোখে আমার,
তুমি দিয়েছ রংধনুর দেশ।
বলেছি তোমায়-‘এই কি ভালবাসা’?
হাত জড়ানো বুকে বলা তোমার-
‘ভালবাসা,সে তো মনের মনে,
খুঁজে নাও-খুঁজে দেখ তোমার হ্রদয়ের চোখে’।
ভালবাসা দিয়েছ তুমি ঠোঁটে,
আনন্দ দিয়েছ শরীরে আমার,
আলো দিয়েছ আকাশে তুমি,... বাকিটুকু পড়ুন
