যাপন
অভাবের এই তীব্র বোধে মিশে
ক্রোধ,ঘৃণা, জ্বালা ক্রমশ
তোমাতে আঁচড়ে পড়ে।
নিষ্ঠুর,নির্মম তোমার কলা
আমার ধংসাত্মক পরিনতি আনে
তুমি সহসা ভুলে যাও মানুষ হতে
আমি ভুলে যাই ভালোবাসতে।
খুব সহজ জীবনের আকাঙ্খা
বেঁচে থাকে আমাদের সমাপ্তিতে ।
বাকিটুকু পড়ুন
