গঙ্গার জলে ব্যারেজ

এ দেশে গঙ্গার জল দেখা যাচ্ছে
তবু নীরব আগুন দাও দাও হচ্ছে;
অথচ অবোঝ বাঁচ্চার মতো বুঝলে
হবে না,ফারাক্কার মতো ভাবতে হবে
এখন ব্যারেজ দেওয়া হবে শক্ত করে
ভাইরা কোন বন্যা নিয়ে আসবে না
দেশপ্রেমের মাটি চিনি- খুব মমতায়
দেখবে সব অন্যায় নর্দমা দূর হবে
এভাবে গঙ্গার জল ছুঁইতে হবে না-
বিদ্বেষ আর কাল রঙে রাঙ্গাবে না।
১৮-১১-২৫ বাকিটুকু পড়ুন













