
গত কয়েক মাস ধরে কাজ চলছে আমার মা-এর নামে করা গ্রন্থাগার 'স্বপ্নপুরী'-এর কাজ। আজ পর্যন্ত, ৭০% কাজ শেষ। এখন শুরু হবে বই ক্যাটলগিং এবং সাজানো। আগামী ৯ই অগাস্ট, শুক্রবার বিকাল ৪টায় আমাদের লাইব্রেরীর শুভ উদ্বোধন হবে। খুলে দেওয়া হবে ৮-১৪ বছর বয়সীদের জন্যে।
আমরা মূলতঃ STAM (Science, Technology, Arts, Maths) -সম্পর্কিত বই রাখছি। সাথে এইসব বিষয়ে প্রতি শুক্রবার ও শনিবার ওয়ার্কশপ চলবে। এবারে পুরো লাইব্রেরী'র বিশেষ রুমগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।
অভ্যর্থনা কক্ষঃ

লাইব্রেরীর সদর দরজা দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়বে এই চিত্রশিল্প। মহাকাশে বাংলাদেশের পদার্পনের স্বপ্ন আমরা দেখাতে চাই সিলেটের শিশু-কিশোরদের। সেজন্যেই, এই প্রয়াস!
হলরুমঃ

এটি হলরুমের দেয়ালগুলোর একাংশের ছবি। এই রজুমেই হবে ওয়ার্কশপগুলো। অন্যান্য দেয়ালে যে ছবিগুলো আছে, সেগুলোও শিশুকিশোরদের কথা চিন্তা করেই আঁকা হয়েছে।



এই হলরুমে চলবে ছড়ার আসর, গল্পের ঝুলি, ডিবেট ও বিভিন্ন রকম কলা শেখানোর কর্মশালা।
ব্রেইল কর্নারঃ


দৃষ্টি প্রতিবন্ধীদের বই পরার সুবিধার জন্যে আমাদের লাইব্রারীতে রয়েছে বিশেষ ব্যবস্থা। 'স্পর্শ ফাউন্ডেশন' আমাদের কিচু বই ডোনেট করছে যেগুলো ব্রেইল পদ্ধতিতে লেখা।
এছাড়াও আমাদের গ্রন্থাগারে ২টি রুম রয়েছে যেখানে বসে পড়তে পারবে শিশু-কিশোররা।
গ্রন্থাগারের বাইরের দেয়ালের আর্টঃ

এটি আমাদের স্বপ্নপুরীর বাইরের দেয়ালের কিছু ছবি যা ২ মাস আগে তোলা হয়েছিলো। এখন আরও অনেক পরিবর্তন এসেছে!
সিলেট শহরের গৌর গোবিন্দের টিলায় গড়ে উঠা এই লাইব্রেরীতে আপনারা আমন্ত্রিত।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৪ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




