
কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে; উনি বলছেন, ১৯৭১ সালে যৌথ-বাহিনীর বিজয়ের পর, ভারতের সাথে চুক্তি করে নাকি ভারতীয় বাহিনীকে আমাাদের দেশে কয়েক বছর রাখার দরকার ছিলো!! এই তুঘলগীয় ভাবনা যার মাথায় আসে, সে রাজনৈতিক পোষ্ট লিখতে চায় সামুতে।
ইন্দিরা গান্ধী ১ কোটী শরণার্থীকে নিজদেশে রেখে ভরণপোষণ করতে হাঁপিয়ে উঠেছিলেন; সাথে উনি ১ লাখ ২০ হাজার বাংগালীকে যু্দ্ধের ট্রেনিং দেয়াচ্ছিলেন। তখন আমেরিকা ও চীন কার পক্ষে? বাংলাদেশ নাকি পাকিস্তানের পক্ষে?
ইন্দিরা যদি বাংলাদেশে ভারতীয় সৈন্য "কয়েক বছর" রাখার চেষ্টা করতো, কোল্ডওয়ারের সেই সময়ে আমেরিকা ও চীন কি বসে বসে আংগুল চুষতো?
এইসব পন্ডিতরা দেশ, জাতি গঠন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বুঝতে পারার কথা? উনার ব্লগিং ছিলো থাইমেয়ে, বিয়ার, ইত্যাদি নিয়ে; এখন উপর মেজাজ খারাপ করে রাজনীতিতে চলে এসেছেন!!!
একই পোষ্টে তিনি মিলিটারী সরকারের ( জিয়া, এরশাদ ও বেগম জিয়ার ) অধীনে চাকুরীরত ডিপ্লোমেট খায়রুল আহসানের সুনাম করেছেন; খায়রুল আহসানের আজকের পোষ্ট "মায়াময় হজ্বের স্মৃতি (৭)"। ১ জন ডিপ্লোমেটের থেকে আপনি জাতির ডিপ্লোমেসীর অভিজ্ঞতার কথা শুনতে চান, নাকি শয়তানকে ঢিল মারার গল্প শুনতে চাণ?
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


