
শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
হাদি ছিলেন আওয়ামী বিরোধিতার সাহসী কণ্ঠ। তাই হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে ছক কষা হচ্ছিল যার নেপথ্যে ছিল আম্লিগ ও 'র'। অন্তত দুই মাস ধরে আলমগীর শেখ, রুবেল ও ফয়সল করিম তাঁকে অনুসরণ করেছে। তফসিল ঘোষণার পরদিন তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য।

হাদিকে shoot করেই ওরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ওরা বলছে মির্জা আব্বাসের কথা আবার বলছে জামাতের কথা। মোট কথা হলো দৃষ্টি অন্যদিকে ঘোরানোই হলো মূল উদ্দেশ্য।
ওরা ভেবেছিল হাদিকে হত্যা করে বাংলাদেশকে দমন করবে; আবার রুদ্রমূর্তিতে চেপে বসবে জাতির কাঁধে এখানেই আম্লিগ ও 'র' খেলার চালে বড্ড ভুল করেছে; বাংলাদেশ আবারো একাট্টা হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে জয়ী হয়েছে বাংলাদেশ।
সহস্র মিছিলে সম্মুখে দেখো
প্রতি প্রাণে আছে হাদি
খুনী মনে রেখো।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


