প্রিয় অন্ধকার, নারী আমার
কি করি অন্ধকারে
দেয়ালের দাগ, অস্ফূট বেদনা রাশি
ঘুম থেকে উঠবোনা বলে হাসি
বাঁকানো চোখ
ঈষৎ কংকাল’
নীল গাইয়ের ছাল, মরা ডাল
পচেপচে যে সুবাস
মিরপুরে নান্নু মার্কেটে
প্যান্ট ছোট করতে এসে জানলাম
মনটাই ছোট হয়ে গেছে
তাই বেলবটম বানিয়ে
গাঁজায় ফুঁক দিতে দিতে
আমি ছ্যাড়ছ্যাড় করে যে মুতছি
উন্নয়নবৃক্ষের নীচে
আর পোষ্টার পড়ছি
আর ঈর্ষা করছি হিরো আলমেরে
মামুনুর রশীদেরে
সেইসব অতি-পুরুষের আখড়ায়
তুমি এসে সাঁৎ... বাকিটুকু পড়ুন
