মিস্টি খেতে পারবোনা আর কয়েকদিন পর
তুমি বাকলাভা নিয়ে আসো
তোমার প্রতি নিবেদন
হে তীব্র প্রেমিকা
জানো তো কমে যাবে আমাদের তীব্রতা সব
আমরা বিচ্ছিন্ন হবো, মাংসখুলে খাবো
লোক ভাড়া করবো আমাদের ফয়সালা করানোর
ইয়া মোটা মোটা ইগো নিয়ে খুঁজে বেড়াবো
পরস্পরের ছিদ্রগুলি
মরা রাস্তায় ল্যাম্পপোস্ট হয়ে ছ্যারছ্যার করে
প্রশ্রাব করবো প্রতিহিংসা
সন্তুানদের ম্যানিপুলেট করবো
কলিগদের বলবো
তুমি কত সাইকোপ্যাথ
ফেইসবুকে ছড়িয়ে যাবো
ছড়িয়ে দেবো টক্সিক ট্রমা বন্ডিং
এসবের আগে
তুমি বাকলাভা নিয়ে আসো
মিস্টি খেতে পারবোনা আর কয়েকদিন পর
২৪শে এপ্রিল, ব্র্যাক ইউ ঢাকা।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



