আমি মৃত্যুকে দেখেছি খুব কাছে
দু'চোখ বড় বড় করে মৃত্যুর দূত
তাকিয়ে থেকেছে আমার দিকে।
আমি তখন হতচকিত হয়েছি
কিছুটা পিছিয়েছি, কিছুটা ভয়ে
আবার এগিয়ে গিয়েছি সামনে।
পাক খাওয়া নদীর জলের মত
ছিটকে যাওয়া বজ্রের মত
তার টগবগে নির্মম নিঃশ্বাস।
হঠাৎই ভালোবেসে জড়িয়ে ধরেছি
আমার চিরচেনা অদ্ভুত জীবনকে
আহা জীবন! কি মায়াবী তুমি!
তুমি আছো বলেই আমার প্রেম
আমাকে ফাঁকি দিয়ে যায় না
সে বহে আমার অভ্যন্তরীণ জলে।
প্রেম আমাকে দেয়না অবসর
মৃত্যুর চোখে তাকিয়ে থাকতে
প্রেম আমাকে অনুভূতি শূন্য করে।
তারপর আমি ফু দিয়ে নেভাই প্রেম
যে জ্বলেছে আমার বুকের ভেতরে
প্রেম নিভে যায় তবুও জীবন জ্বলে!
এ কোন জীবন আমায় দিয়েছ বিধি?
সবকিছুকে বৃদ্ধাংগুলি দেখায় অপলক
লড়াই করে সব পলাতক আঁধারের বিরুদ্ধে!
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



