
গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
কারনে অকারনে বাংলাদেশীদের ছাটায় করে, শূন্যপদে ভারতীয়দের নিয়োগ দিয়েছে, দিচ্ছে। ব্যাপারটা খুব ভয়ঙ্কর। অন্য অপারেটরদের চেয়ে কল/ইন্টারনেট রেট বেশি, সেবা অন্য অপারেটরদের চেয়ে ভাল তাও নয়। তবুও আমরা এক অদৃশ্য মায়ায় সিম চেন্জ করি না। আমাদের বিবেক কাজ করে না, আবেগও মলীন। শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত... ।
তবে আমার পরিবারের GPর ৭ টা সিম বহু আগেই বন্ধ করে দিয়েছি। এখনও আমরা কেউ GP ব্যবহার করি না। আবার আত্মীয়/ বন্ধুদের যদি GP ছাড়া অন্য সিম থাকে, সেই নাম্বারেই কল দেই। এটাই নীরব প্রতিবাদ।
সিটিসেল মার্কেটে আসা খুব জরুরি।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


