মন পবনের নাও
মন পবনের নাও ধরিয়া
যাও গো মন উজানে
হেথায় মোর বাস করে গো
হৃদয় পাখি কোন কুজনে
চিরল চিরল সবুজ বরন
টিয়ার ঠোঁটের লালিমায়
পাখি আমার জগত জোড়া
প্রেম পিয়াসী সুধাময়
মেঘের গায়ে কেশ বিছিয়ে
আলিষ্য ভাংগে পাহাড়ে
মধুর তাহার বুকের কাপন
নিটল চোখের বাহারে
যাও গো নাও উজান ঠেলি
সাত... বাকিটুকু পড়ুন
