প্রতিচ্ছবি
এই শহরের ধূলিতে বালিতে
অলিতে গলতে
পথে যেতে যেতে থমকে চলিতে
কেবলি তোমারি প্রতিচ্ছবি
বিলবোর্ডে আজ কেবলি তুমি
তুমিময় এক সন্ধ্যায়
ভীষণ জ্বরে কম্পিত এক পথিক
পথ হাঁড়ায় কানা গলিতে
আজ এই শহরে কোন
ককিল ডাকে নাই
তবুও বসন্ত এসে ঠাই নেয়
কিশোরীর খোঁপার ফুলে
নাকছাবিতে, হলুদ পেরে
সংখলিত... বাকিটুকু পড়ুন
