হৃদয়ের গভীরে
নক্ষত্র ডুবে গেলে যখন রাত থমকে যায়,
তোমার কাঁধের কাছে জ্বলন্ত নক্ষত্র ছুঁয়ে দেখি,
তোমার পেলব নরম স্তনে,
হাত রাখলে কেমন এক বুনো আলো দৌড়ে ওঠে দেহে।
আমার ভেতরের নদীও তখন অতল শব্দ তোলে,
যেন বহুদিনের অবরুদ্ধ আগুন আজ হঠাৎ নিশ্বাস পায়।
তোমার চোখের গভীর আমি পথ হারাই বারবার,
এ হারানোয় অদ্ভুত আনন্দ থাকে,
থাকে নরম সমর্পণ।
ফিরে... বাকিটুকু পড়ুন





