somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আশা নিয়ে বসে আছি ।

আমার পরিসংখ্যান

রানার ব্লগ
quote icon
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

দস্যুর মতো ভালোবেসো

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৬



মৃদু পায়ে এসো না হে ভালোবাসা,
দস্যুর মতো এসো।
হৃদয়ের দুয়ার ভাংগ তুমি,
ঝড়ের বেগে বয়ে যাও।

স্নিগ্ধ শীতল বাতাস নয়,
তোমার স্পর্শ হোক দাবানলের মতো।
রক্তে কণায় কণায় দাউ দাউ করে
জ্বালিয়ে দাও জাহান্নামের আগুন।

ময়দান প্রস্তুত, অপেক্ষমান ,
তোমার দুরন্ত অভিযানের।
সংযমে নয় , এসো যোদ্ধার বেশে,
আমাকে পরাজিত করো,
আমাকে আহত কর ,
ক্ষত বিক্ষত কর ,
হিংস্র... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

আমি ঠিক এখানেই আছি

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯



আমি ঠিক এখানেই আছি,
যেখানে এক মুঠো ধুল ঝেড়ে ফেলেছিলে,
তোমার ছোঁয়ার শেষ স্মৃতি মিশে আছে হাওয়ায়,
আর বুকের গভীরে জমে আছে শূন্যতার শব্দ।

তোমার পায়ের চিহ্ন মুছে গিয়েছে বহু আগেই,
তবু মাটির মাঝে রয়ে গেছে,
তোমার উপস্থিতির, তোমার বিদায়ের পদ শব্দ।
আমি সেই শব্দের পথ ধরে ফিরে যাই
প্রতিবার, প্রতিটি নীরব সন্ধ্যায়।

তোমার হাতে ঝরা শেষ ধুলো এখন
আমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

আমাদের একটা পাহাড় ছিলো

লিখেছেন রানার ব্লগ, ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩১




আমার একটা পাহাড় আছে,
ঠিক আমার না, ওটা আমাদের।
তবু আমি ওর কাছে যাই,
তোমাকে রেখে, একা।

ওর পায়ের কাছে নদী,
সে জানে আমার সব কথা।
পাহাড় জানে আমার ভয়,
আমার ভাঙা স্বপ্নগুলোর ব্যাথা।

আমি উঠি ওর চূড়োয়,
হাঁপাতে হাঁপাতে, শূন্য দমে।
দাঁড়িয়ে দূর আকাশ দেখি,
যেখানে মিশে যায় দিগন্ত রেখা।

পাহাড় টা আমায় শোনে,
চুপচাপ শোনে,
সব দুঃখ, সব কথা,... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ২১৫ বার পঠিত     like!

তোমাকে না পাওয়ার বেদনা আমাকে কাঁদায় না

লিখেছেন রানার ব্লগ, ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫০



এখন আমার যেকোনো ফুলই ভালো লাগে,
দিন শেষে সবই যে ঝরে যায়।
এখন আমার অস্ত যাওয়া দিনকে ভালো লাগে,
কারণ দিনের অস্তগামীতা আধারকে নিমন্ত্রণ করে।
ঘন কালো ঘোর আধারের অমাবস্যা।

এখন আমার মৃত্যু খুব কাছের মনে হয়,
জীবনের স্পন্দন থেমে যাওয়ার ভয়ে
চমকে উঠি না বা পালিয়ে বেড়াই না।
এখন আমার আমাকে খুব ভালো লাগে,
আমার হারিয়ে যাওয়া... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

এখন আমি প্যাচা

লিখেছেন রানার ব্লগ, ০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৩



হঠাৎ আমি নদী হলাম
আকাশ ফেটে জল এলো।
আমার বুকে জোয়ার ডাকে
তোমার জলের তেষ্টা পেলো।

এক চুমুকে ভাটার টানে
নিশ্বঃ আমি মরা নদী।

আজ সকালে বাগান হলাম
সুবাস গায়ে মেখে নিলাম।
তোমার হাতে ছিন্ন পাতা
নগ্ন আমি সব হারালাম।

আমার চোখে ঘুম
স্বপ্নে বিচরণ।
তুমি এলে পাশে
স্বপ্ন নিরুদ্দেশে।

এখন... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

শুধুই তুমি ও তোমার জন্য

লিখেছেন রানার ব্লগ, ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪১



ওই চোখে যেন এক গোপন জোছনার গল্প,
যেখানে হরাতে চায় আমার সকল ক্লান্তি।
ও ঠোঁটের লালিমায় বাসা বাঁধে
অসংখ্য না বলা অভিমান রাশি রাশি।

তোমার চোখ যেন এক অসমপুর্ন কবিতা,
যার পলকে পলকে ঝড়ে পড়ে
হাজার শব্দের ফুলঝরি ।

তোমার চুলের ঘ্রাণে মিশে থাকে বুনো ফুলের সুবাস,
যেন পাহাড়ি ঝর্ণার নরম ছোঁয়া।
তোমার ছোঁয়া, যেন এক... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

মিলন মন্ত্র

লিখেছেন রানার ব্লগ, ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৫




হিন্দু আমি, মুসলিম আমি,
ধন্য মায়ের একি সন্তান।
তীর্থের শঙ্খ বাজে বুকে,
আজানের সুরে জাগে প্রান।

একই মাটির গড়া শরীর,
একই রক্ত ধারা।
ধর্মের নামে বিভেদ শুধু,
মানবতা হয় হারা।

কেন রক্তে আঁক ঝান্ডা,
কেন দ্বন্দ্বের এই গান?
ভালোবেসে মিলি সবাই,
মুছে দিয়ে সব অপমান।

গীতা-কোরআন একই বাণী,
শান্তি, প্রেমের আহ্বান।
কেউ কৃষ্ণ, কেউবা মোহাম্মদ,
সৃষ্টি প্রভুর, একি প্রাণ।

এসো হে বন্ধু,
হাতে রাখো হাত,
ভাঙি বিভেদের... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

তৃষিত শহর

লিখেছেন রানার ব্লগ, ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০




তৃষিত শহরের বুকে
জল নেই, প্রান নেই - শুধু ধোঁয়া ।
আকাশের চাঁদর ছিঁড়ে ,
সূর্যের আলক রশ্মি ফাঁকি দিয়ে
নেমে আশে ছায়ার কোলাহলে ।

ধুলির চাদরে মোড়া
শুকনো গলিপথ,
চোখে চোখে কথা নেই ,
শুধুই লোভ, প্রতিহিংসার হাহাকার ।

জলে আর পদ্ম ফোটে না ,
শহরের দেয়ালে দেয়ালে
আস্পষ্ট স্বপ্নেরা অংকিত... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

এসো হে কল্পনাময়ী

লিখেছেন রানার ব্লগ, ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩২




দূরে, সমন্তরাল ছুটে চলা লোহার পাতের
সম দৌর্ঘের ফাঁকে পরিশ্রান্ত দেহের দোহাই দিয়ে বলছি
ফিরে এসো, ফিরে এসো হে হৃদয়হীনা ।

ফিরে এসো এক রাশ নিকষ কালো
সর্বনেশে আমার গভীর শূন্যতায় ।
ফিরে এসো আমলকি বনের শুঁকন পাতার
বুকে ছুটে যাওয়া লু হাওায়ায় ।

রাতের নিস্তব্ধতায়, জোনাকির ডানায়
ভড়ে করে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

কিছু মুহুর্ত

লিখেছেন রানার ব্লগ, ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৬

বিষখালির পারে।

এক দুপুর সন্ধ্যার কিছু অপটু হাতের ক্লিক।

বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

সময়

লিখেছেন রানার ব্লগ, ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৫




সময় বুভুক্ষ শকুন
খেয়ে নেয় জীবাস্ব
ফেলে রাখে কায়া।

নিঃশ্বাস ফুরিয়ে যায়,
ধূসর স্মৃতির ছায়া,
পোড়া ভস্মের মাঝে
স্বপ্নগুলো হারায়।

সময় চলে যায় চুপে,
কালের গভীর কূপে,
অবশেষে সবই ম্লান,
শুধু পড়ে থাকে শূন্যতা,
আর নিঃশব্দের গান।

ফিরে কি আসে কভু,
অস্ত যাওয়া রবি,
মাটির বুকে ফেলে যায়
নির্বাক ছায়া ছবি।

সময় বুভুক্ষ শকুন
খেয়ে নেয় জীবাস্ব
ফেলে রাখে কায়া।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

বরষার ছোয়ায়

লিখেছেন রানার ব্লগ, ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২২




বরষার জলে যদি চোখ ভিজে যায়,
ভেবো না, ভিজছে চোখ তোমার বেদনায়।
মেঘে ঢাকা মনটাকে ধুয়ে নিই জলের ছোঁয়ায়,
বরষায় যদিও কাঁদে মন হায়।

তবু ভেবো না, কাঁদছি তোমার বেদনায়।
মেঘের আড়ালে যে রোদ হাসে,
তাকে তো যায় না দেখা অভিমান শেষে।
জানি, বরষায় সবই ম্লান লাগে,
তবু ভেবো না হৃদয় ভেঙেছে,
মেঘের আড়ালে আবার আলো হাসে।

দেখো, একদিন... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

মঝে মাঝে বৃষ্টি ভালো

লিখেছেন রানার ব্লগ, ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫২

মাঝে মাঝে বৃষ্টি ভালো
মাঝে মাঝে অপেক্ষা ভালো
যারে খুইয়েছি না বলা অভিমানে
তারে খুযেছি অলিতে গলিতে
ধুলিকনা বালিতে
বাড়িতে ঘরেতে
ঘর্মাক্ত ক্লান্তির দৃষ্টিতে
এক পশলা বৃষ্টি দেয় তার দিশা
অপেক্ষার নেশায়।

মাঝে মাঝে স্বপ্ন দেখা ভালো
মাঝে মাঝে হারিয়ে যাওয়া ভালো
যারে চেয়েছি হৃদয়ের কোনে
অজানা এক ভোরে
আলোর স্রোতে
ভোরের আলোয় জ্বলতে থাকা
জমে ওঠা শিশির ডগায়।... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

স্বপ্নের ছায়ায় তুমি

লিখেছেন রানার ব্লগ, ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৫



গোধূলির স্বর্ণ রঙে আলোয় আলোয়
তোমায় দেখেছি,
নদীর ধারে ঢেউয়ে ভাঙা জলের ছায়ায়
স্বপ্ন এঁকেছি।

গোধুলির স্বর্ণ রঙে আবেশ মেখে,
তোমার মুখে যেন এক স্বপ্ন রেখেছি।
নদীর জলে ভেসে আসে কুয়াশার গান,
সেই সুরে সুরে তোমাকে খুঁজেছি।

তুমি এসেছিলে কি অলস বাতাসে,
নীরব নদীর ঢেউয়ে মন ভেসেছিলো যে।
অবচেতনে গেঁথে থাকা স্মৃতির আয়নায়,
তোমার ছায়ায় যেন নিজেকে পেয়েছি।

গোধূলির শেষ আলো... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

আমি দিব্বি ভালো আছি

লিখেছেন রানার ব্লগ, ০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৫

দিব্বি আমি ভালোই আছি
জোড়া হাতে মারছি মাছি ।
কে তুমি করছো কি তা !
দেখতে গেছে কে ছাতার মাথা !
কে খেলো কে গেলো ?
কার মাথায় হাড়ি ফাটালো ?
কে মরলো কে বাচলো ?
তাতে আমার বয়েই গেলো ।

আমি দিব্বি ভালোই আছি ।
কান চুলকিয়ে দিচ্ছি হাঁচি ।
মরতে চাইলে মরো গিয়ে
সাথে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৯৮৬৯০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ