somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আশা নিয়ে বসে আছি ।

আমার পরিসংখ্যান

রানার ব্লগ
quote icon
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হৃদয়ের গভীরে

লিখেছেন রানার ব্লগ, ২৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৮

নক্ষত্র ডুবে গেলে যখন রাত থমকে যায়,
তোমার কাঁধের কাছে জ্বলন্ত নক্ষত্র ছুঁয়ে দেখি,
তোমার পেলব নরম স্তনে,
হাত রাখলে কেমন এক বুনো আলো দৌড়ে ওঠে দেহে।
আমার ভেতরের নদীও তখন অতল শব্দ তোলে,
যেন বহুদিনের অবরুদ্ধ আগুন আজ হঠাৎ নিশ্বাস পায়।

তোমার চোখের গভীর আমি পথ হারাই বারবার,
এ হারানোয় অদ্ভুত আনন্দ থাকে,
থাকে নরম সমর্পণ।

ফিরে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

মানুষের ফেরার নিয়ম নেই

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬

একদিন আমিও হারিয়ে যাবো,
যেমন হারায় বিকেলের রোদ্দুর সন্ধের ছায়ায়।
পথের ধুলায় মিশে যাবো,
শুধু গাছেরা মনে রাখবে অপেক্ষার গল্পটা।

তোমরা তখনও হাঁটবে নিজের মতো,
হাসবে, কথা বলবে, সকালের চায়ে চুমুক দেবে,
পত্রিকার পাতা উল্টিয়ে শুকবে চটুল নায়িকার
বসনহীন রঙ্গিন চলচিত্র কিংবা আড়মোড়া ভেঙ্গে
চাইবে বউয়ের আদর ।
তখন আমি থাকবো না
কিন্তু বাতাসে ভাসবে আমার নিঃশ্বাস।

বৃষ্টির... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

শীৎকারিত প্রেমের অভাবে কাতর আমি

লিখেছেন রানার ব্লগ, ২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৭

শীৎকারিত প্রেমের অভাবে কাতর আমি,
জোৎস্নার কামনায় জেগে ওঠে বুকের তৃষ্ণা।
তোমার ঠোঁটের ঘায়ে লেগে থাকা আগুনের স্বাদ,
আর ভেজা সুবাসিত কেশের জলে তপ্ত শরীর।

রাত্রি আজ নদীর মতো, কাঁপে উজান ভাটায়,
অথচ তীরে এসে দেখি তুমি নেই,
রয়ে গেছে কেবল জোছনা, আর নিঃশ্বাসের উষ্ণতা।
প্রেম তো শুধু আদর নয়,
এ এক নোনা ঘামভেজা আরাধনা,
যেখানে প্রতিটি নিঃশ্বাসে কেবল... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

এখন আমার কোন বন্ধু নাই

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৪

ছিল, হয়তো ছিল একসময়
যাদের সঙ্গে সন্ধ্যার আড্ডা ছিল
যাদের সঙ্গে চায়ের ভাড়ে চুমুক দিলেই নেশা হত,
তারা এখন নিজেদের জীবনের দৌড়ে লুকিয়ে গেছে
আমি শুধু একা দাঁড়িয়ে আছি
পুরোনো সেই টং এর ধারে।

রাত নামলে জানালার ধারে বসে থাকি
বাতাসে কারো নাম খুঁজি
স্মৃতির লাইব্রেরিতে হাতড়াই
জোছনা কে জিজ্ঞেস করি
তুই জানিস, আমার কেউ নেই
জোছনা আঁচল... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

নীরব অভিমান

লিখেছেন রানার ব্লগ, ১৩ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৪৫

আমি চাই,
আমি আর তুমি মিলে এক বিকেলের আলো হই,
যেখানে রোদের গায়ে লেগে থাকে মেঘের নরম ছোঁয়া,
যেখানে ভালোবাসা মানে শুধু মিষ্টি নয়, খানিকটা তিতকুটে।
একটু অভিমান, একটু নীরবতা,
যেমন চায়ের কাপে শেষ চুমুকেও লেগে থাকে মন খারাপের আলো।

তুমি খোঁজ নেবে,
হয়তো কোন এক মেঘে ঢাকা দুপুরে,
যখন জানালায় প্রথম ফোঁটা এসে বলে, সে আসছে।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

আজ সারাদিন আমি তোমায় ডেকেছি।

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪১



আজ সারাদিন অজান্তেই তোমায় খুঁজেছি,
চায়ের কাপের ধোঁয়ায়, জানালার আলোয়,
পাহাড়ের ছায়ায়, সমুদ্রের ফেনায়,
ভেজা ঘাসের গন্ধে,
যেখানে ছুঁয়েছি, মনে হয়েছে তুমি আছো,
চুপচাপ, ঠিক পাশে।

তুমি মানে শুধু তুমি না,
তুমি মানে একটা সময়,
একটা নিঃশব্দ অনুভূতি,
যেখানে ক্লান্তি এসে বিশ্রাম খূজে নেয়।

আজ সারাদিন তুমি ছিলে
বৃষ্টির ঘ্রাণে, ঘাসফুলের হাসিতে,
সুনীলের কবিতার অসমাপ্ত লাইনে
অনুভবহীন ছোঁয়া হয়ে,
নীরব ভালোবাসায়।

আজ সারাদিন আমি তোমায়... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

অসুখের বাজার

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩১

আমার শহরে অসুখ বিক্রি হয়,
নানান রঙের, নানান ঢংয়ের অসুখ।
শুধু শরীরের নয়,
মনের, আত্মার, সমাজের।

এই শহরে সব ধরা করা হাসি,
ভেজাল মেশানো প্রেম,
ভালোবাসা নিলামে ওঠে,
টাকার বাটখারায় মানুষ মেপে।

অসুখের বাজারে,
হতাশা বিকোয় চড়া দামে
মিথ্যেগুলো বড্ড লোভনীয় ,
আর ভিড় জমে সেখানে,
যেখানে বিবেক সস্তায় নষ্ট হয়।

এই শহরে মানুষ বাঁচে না,
কেবল,
এক অসুখ থেকে আরেক অসুখে পা বাড়ায়।
বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

মহাজাগতিক স্পর্শ

লিখেছেন রানার ব্লগ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২১

অপেক্ষার প্রহর গুনতে গুনতে একদিন ধুলা হবো
তারপরও কি তোমার মহাজাগতিক সময়ের সন্ধান পাবো?

তবে কি নক্ষত্রের রক্তে ভিজে জন্ম নেবো আবার?
না কি মহাকাশের নিরবতাই হয়ে উঠবে আমার গান?

তুমি হয়তো আলো ছড়াও
দূর কোনো গ্রহের বুকে বসে,
আমি খুঁজে ফিরি তোমার ছায়া
কালো গহ্বরের অনন্ত ঘূর্ণিতে।

সময়ের কাঁটায় কাঁটায় যদি কেটে যায় যুগের পর যুগ,
তবুও আমি... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

বরষা আমায় একা করে চলে গেল।

লিখেছেন রানার ব্লগ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৪

বরষা আমায় একা করে চলে গেলো,
শূন্য মাঠে শুধুই কাদামাটির গন্ধ,
বাতাসে ভাসে ভেজা ঘাসের নিঃশ্বাস,
আর আমি দাঁড়িয়ে থাকি,
চোখে জমে থাকা সন্ধ্যা নিয়ে।

দূর নদীর স্রোতে ভেসে যায় কালো মেঘ,
বকের ডানায় লেগে থাকে নিঃসঙ্গতার ছায়া,
গাছের পাতায় বৃষ্টির শেষ ফোঁটা ঝরে পড়ে।

কোথাও কেউ নেই, শুধু ভাঙা রেললাইন ধরে
ভেসে যায় শীতল বাতাস,
যেন সে ও... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

কেমন আছো চারু

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩২





কেমন আছো চারু?
তুমি কি এখনো ছাদের কার্নিশে দাঁড়িয়ে
চুল ঝাড়ো?
এখনো কি, তোমার ঘন চুলে অশান্ত যমুনার ঢেউ ওঠে,
এখনো কি, তোমার চোখে বৃষ্টির কণাগুলো
পড়তে পড়তে হারিয়ে যায়?

চারু জানো,
আজও হাঁসফাঁস লাগে শহরের গুমোট বাসে,
ভিড়ের ভেতর দাঁড়িয়ে থাকি,
অচেনা কারো কাঁধে ঘাম ঝরে পড়ে,
হঠাৎ কারও ঠোঁটে তোমার মতো ভাঙাচোরা হাসি ফুটলে
বুকের ভেতর মুচড়ে ওঠে এক... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

পরিযায়ী সিক্ত প্রেম

লিখেছেন রানার ব্লগ, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৪

আজকাল আমার লেখা কবিতা গুলো আমার মতোই উদ্দেশ্য হীন ভাবে সমন্তরাল গতি তে চলছে। নেই কোন উত্তেজনা নেই কোন অসম্ভব প্রেমের গুঞ্জন, কেবলি হতাসা। কিবোর্ড এ আংগুল ছোয়াই বিস্তার প্রেম্রের এক কালঘুম ছুটিয়ে দেয়া কবিতা লিখবো বলে, হয় না। ওটা সেই ব্যার্থ হকারের মতো রাস্তায় রাস্তায় দিশাহীন ঘুরে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

আর আমি কোথাও যাবো না

লিখেছেন রানার ব্লগ, ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৯




আজ আমি কোথাও যাবো না।
এই ছায়াতলে কাটিয়ে দেব বেলা,
ঝরা পাতার নীরব মায়ায়।

দূরে বুনো পাখি ডাকে
সূর্য ঝিমোবে ধানক্ষেতের ছায়ায়,
তপ্ত ঘাসের আড়ালে।
শিউলির গন্ধমাখা হাওয়ায়
ডুবে যাবে উদাস আকাশ।

আজ আমি কোথাও যাবো না।
সন্ধ্যা নেমে আসুক সবুজ গায়ে,
দূর মাঠে জোনাক নামুক,
স্মৃতিরা ভিড় করুক নীরব ছায়ায়।

আমি আর কোথাও যাবো না।
এই খানেই দুব্বাঘাস হবো,
শরীর ফুঁড়ে গজাবে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

শহর নিভে গেলে

লিখেছেন রানার ব্লগ, ২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪১



শহরের আলো নিভে গেলে
আমি হেঁটে যাই নির্জনতায়
যেখানে রাত ঝুঁকে পড়ে
পরিশ্রান্ত, ক্লান্ত দেহের মতো।

দূরে নক্ষত্রেরা জ্বলে ওঠে যেন
নিযুত অচেনা ভাসমান প্রদীপ,
জলধার নেই, তবু শোনা যায়
জলের দীর্ঘশ্বাস।

বন্ধুরা ডেকে যায়,
আমি বলি না,
আমি কোথাও যাবো না,
নিঃশব্দতার জালে বন্দী আমি,
অদৃশ্য সুতর মতো।

আমার বুকের ভেতর ঘুর্নায়মান পৃথিবী,
আমি দাঁড়িয়ে আছি,
কেবল একজন মানুষ,
যার চোখে ভেসে ওঠে
হঠাৎ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

এই পৃথিবী আমার নয়

লিখেছেন রানার ব্লগ, ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১৪




এই পৃথিবী আমার জন্য নয়,
তাই আমি গিয়েছি ধানের ক্ষেতে,
মাঠের ধারে কাশফুলের ছায়ায়
শুয়ে থেকেছি আকাশ পানে চেয়ে।

নদীর ঢেউ আমাকে ডাকে
কূল ভাংগা ভাটির সুরে,
শিশির ভেজা ঘাসের গন্ধ
মন ভরে শুঁকে নেই টাটকা ভোর।

মানুষের শহরে আমার ঠাঁই নাই
সেখানে দালানের দেয়ালে দেয়ালে
বন্দি থাকে আকাশের নীল,
হাওয়া ধুলোয় ভরা, মনে থাকে কালো।

আমার ঠিকানা কাকডাকা ভোরের মাঠে,
নদীর... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

প্রস্থানের ভেতর দাঁড়িয়ে

লিখেছেন রানার ব্লগ, ১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১১




আমার ভেতরে নদীটা শুকিয়ে গেছে,
তবুও কাদামাটির গন্ধে আমি পাই ।
বাতাসে উড়ে যাওয়া পাতার শব্দ শুনে
মনে হয় আমিও একদিন উড়ে যাবো,
তবে অচেনা কোন পথে নয়।

আমার হাতে ঘড়ি নেই,
সময় নিজেই আমার চারপাশে ঘুরে বেড়ায়
জ্বলজ্বলে সুর্যের মতো,
যেখানে আমি আর তুমি
মুখোমুখি দাঁড়িয়ে থাকি,
কোনো রকম প্রশ্ন ছাড়াই।

আমি জানি,
শেষ রাতের আগে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১১৪৯৯৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ