অবাঞ্চিত একজন
তোমার শহরে আমি অনাহুত
বারংবার পরিচয় পত্রের চাহিদায়
জর্জরিত এক অতৃপ্ত আত্মা
তোমার শহর আজ দুর্বিত্তদের দখলে
রক্তলাল চোখের অপ্রত্যাশিত ধমকে
কুকড়ে থাকি বিতারিত হওয়ার সংশয়।
জল পাহাড়ের দেশে রঙধনু দেখবো বলে
কাটিয়ে দিয়েছি অগনীত অসংখ্য সকাল
বিনিময়ে হিংস্র নেকড়ের ছায়া
ধামকি দিয়ে যায় আযাচিত অবস্থানের দায়ে।
এই শহরে আমি অনাহুত
কিছুই দেবার নেই... বাকিটুকু পড়ুন
