দস্যুর মতো ভালোবেসো
মৃদু পায়ে এসো না হে ভালোবাসা,
দস্যুর মতো এসো।
হৃদয়ের দুয়ার ভাংগ তুমি,
ঝড়ের বেগে বয়ে যাও।
স্নিগ্ধ শীতল বাতাস নয়,
তোমার স্পর্শ হোক দাবানলের মতো।
রক্তে কণায় কণায় দাউ দাউ করে
জ্বালিয়ে দাও জাহান্নামের আগুন।
ময়দান প্রস্তুত, অপেক্ষমান ,
তোমার দুরন্ত অভিযানের।
সংযমে নয় , এসো যোদ্ধার বেশে,
আমাকে পরাজিত করো,
আমাকে আহত কর ,
ক্ষত বিক্ষত কর ,
হিংস্র... বাকিটুকু পড়ুন