আমাদের এই শহর
এই শহরের
কংক্রিটের দেয়ালের ভেতরে কত কথা জমে থাকে জানো?
কে শোনে সেসব কথা? কেউ না।
নিজের মনে মনে শুধু ঘুরপাক খায়।
এই পুরো শহরজুড়েই আমার সেই না বলা গল্পগুলো ছড়িয়ে আছে।
তাই হয়তো নিজেকেই চুপচাপ হেঁটে যেতে হয়, নিজের রাস্তা ধরে।
রাতের মতোই নীরব সবকিছু।
আলো ছায়ার ফাঁকে ভেসে ওঠে নামহীন কত গল্প।
কেউ সেগুলো... বাকিটুকু পড়ুন
