একজন মানুষ, যে তোমাকে চেয়েছিলো
তোমাকে চাই,
চাওয়াটার ভেতরে অন্য কিচ্ছু নেই,
না কোন দাবি বা শর্ত।
শুধু এক কাপ চায়ের ধোয়ার আড়ালে
তোমার চোখে চোখ রাখা।
যদি পারো,
শেষ বিকেলের আলোয় আমার নামটা লিখ।
মুছে গেলে দোষ দিও না,
আমি জানি, এই শহরে কিছুই স্থায়ী নয়।
হাঁটার সময় পাশে থাকো,
না থাকলেও চলবে।
একই আকাশের নিচে
একই আলো, আঁধারে
আলাদা ছায়া নিয়ে
কিছু দূর একসাথে... বাকিটুকু পড়ুন

