somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আশা নিয়ে বসে আছি ।

আমার পরিসংখ্যান

রানার ব্লগ
quote icon
দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মন মানুষের গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৬



মন ছুইলেই তুমি আমায় ছুঁতে পারবে
এমন যদি ভেবে থাকো, তো জেনে রাখো
মনের দিশা আর আমার দিশা এক নয়।
মন সে তো উড়াল পক্ষি যার সীমানা জানা নাই
সে তো উড়ে বেড়ায় সীমান্ত থেকে অনন্তে
কিবা দিন কিবা রাত্রী সময়ের পাবন্দি তার বাধা হয়ে দাঁড়ায় না
কিন্তু আমি, আমি প্রাচীরে... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     like!

বাঙ্গালী

লিখেছেন রানার ব্লগ, ২৩ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৯

কোন কালে বাঙ্গালী হয়েছিলো বাধ্য?
এমনতো হয় নাই কোন কালে কারুর সাধ্য
মুঘলরা পারে নাই ব্রিটিশ তো ব্যার্থ
কোনো কালে বাঙ্গালী কি হয়েছিলো বাধ্য ?

মায়ের ভাষায় কইতে কথা
জান দিয়েছে রাস্তায়।
স্বাধিনতার হিসেব নিকেস
মেলেনি তাও সস্তায়।
সেই বাঙ্গালীর এখন সমায় গপ্পে কাটায়
মুড়ি মুড়কি আর খাস্তায়।

মাথা নোয়াবার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

ও হে ! কপট অভিমানী !

লিখেছেন রানার ব্লগ, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩



সব ব্যাপারে তোমার এই খুনসুটি ছেলে মানুষি
আমাকে মাঝে মাঝে খিপ্ত করে তুললেও
অদ্ভুত এক ভালো লাগা সার্বক্ষন ঘিরে রাখে আমায়।
আমাকে রাগিয়ে দেয়ার ছলে তোমার অহেতুক সন্দেহ
শিকারী কুকুরের মতো গন্ধ শুঁকে পর নারীর অস্তিত্ব খোঁজা
শার্টের কলার, বুক পকেটে অন্য কারো স্পর্শের সন্ধান
না পেয়ে কুচঁকে ওঠা... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ২০৯ বার পঠিত     like!

শুধু তোমার জন্য বন্ধু

লিখেছেন রানার ব্লগ, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯




দুটি লাইন লেখার অনুরোধ তোমার
কিন্তু কি লিখবো বলো ।
এতো বিশাল এক সম্ভাবনাময় পৃথিবী !
কি বিশাল তার ব্যাপ্তি !
সেই তুলনায় আমি বড্ড ক্ষুদ্র এক জোনাকি পোকা ।

কি গান গাইবো বলো? বেদনার ভারে নুয়ে পরা এক
অসহায় পথ যাত্রী , যার ঠিকানা জানা নাই ।
বন্ধু, দু হাত... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ২৪৯ বার পঠিত     like!

শুভেচ্ছা!! বসন্তের !!

লিখেছেন রানার ব্লগ, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬




সব্বাই কে বসন্তের শুভেচ্ছা । ভ্যালেন্টাইনের শুভেচ্ছা দিচ্ছি না কারন এই দেশে কিছু কপাল পোড়া আছে যারা আজীবনে নিজে সুখের মুখ দেখে নাই এবং অন্যের সুখ দেখলে এদের শরীরে আগুন জ্বলে । তাই অহেতুক গালমন্দের সামনা সামনি হতে চাই না। তাই বসন্তের শুভেচ্ছা ।

আসুন এই দিনে একটা করে... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

কখনো ভেবেছো,মানুষ হতে কেমন লাগে

লিখেছেন রানার ব্লগ, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮



তুমি নারী, পুরুষ তোমায় এই রুপেই চেনে।
কখনো মেয়ে কখনো মহিলা কিংবা কন্যা
জায়া জননী হরেক নামে রুপে পরিচিত তুমি।

পুরুষতান্ত্রের তান্ত্রিকতায় তোমার নারীত্ব আজ
কামনা বাসনা ভালোবাসা মায়ার মায়াবী জালে
আবৃত এক নাম নারী কিংবা নারীত্ববাদ অথবা নারীতান্ত্রিক।

যেখানে কেবলি পিছিয়ে পরা সম্মুখ সারির যোধ্যার মতো
অকাতরে জীবন বিলিয়ে দেয়া আর... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

ও ফুল ওয়ালী

লিখেছেন রানার ব্লগ, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭



ও ফুল ওয়ালী, একটা ফুল দাও না
ওই লাল রঙের ফুলটা আমায় দাও
পয়সা নেই আমার কাছে
তুমি একটা নাও বিনিময়ে আমায় একটা দাও।

তোমায় আমি বেলি ফুলের মালা দেব
কামিনী ফুলের গন্ধ দেব
ঝুমকোলতার দুল পরিয়ে দেব
একটা লাল ফুল আমায় দাও।

আমার কাছে আকাশ আছে
দু চোখ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

আমি একটা দুঃখ খুজে পেয়েছি

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০



পথের পরে একটা দুঃখ খুজে পেলাম
মালিক বিহীন পরে আছে , বেওয়ারিশ ।
হাত বাড়াতেই দুঃখ আমার কাধে চড়ে বসলো
ঠিক যেনো পোষা কুকুর ছানা ।

দুঃখ টা কে নিয়ে আমি রোজ সেই পথে হাটি
আসল মালিকের খোঁজে
কতো তরুন যুবা যুবতী তরুনী মধ্য বয়স্ক হেটে যায়
কেউ গাছের ছায়ায় ছায়া... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

আহারে ভাত

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৭



ভাতের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলো
ভাত তাহার হয়নি কো খাওয়া
ক্ষুদার্ত হাত ফিরিয়ে দিয়েছিলো ভাত ঠাকুর
রাস্তার ধারে ভাতের হোটেলের মস্ত পাতিলে
টগবগিয়ে ফোটে ধবধবে সাদা ভাত
সদ্য সিদ্ধ হওয়া ভাতের গন্ধে ম ম করে
আকাশে বাতাসে ছড়িয়ে যায় দামি কোন ব্রান্ডের পারফিউমের মতো।
পেটের ভেতর ক্ষুধা নামের রাক্ষসটা ।

হা... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

আজকাল তুমি বড্ড শাসন করো আমায়

লিখেছেন রানার ব্লগ, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০



আজকাল তুমি বড্ড শাসন করো আমায়
পান থেকে চুন খসে পরার সময়টুকু দাও না ।
এইতো সেদিন পাশের বাড়ির নতুন ভাবী কে
সম্ভাষণ জানাতে নিয়ম করে হাসি দেয়ায়
তোমার কথার ফল্গুধারার তিব্র বান
আমার কর্নযুগল এফোঁড় ওফোঁড় করে দিয়ে গেলো ।

নিয়ম করে বিকেলের রোঁদে বাড়ান্দায় চা পানের পর্ব খানা... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ২৭৬ বার পঠিত     like!

ধরো আমি এলাম আবার

লিখেছেন রানার ব্লগ, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৮





মনে করো হারিয়ে যাবার পরে আমি এলাম
তোমার অজান্তে কোন এক অলস দুপুরে
যে ব্যালকনিতে দাঁড়িয়ে তুমি চুল শুকাতে শুকাতে
নিতান্ত অবহেলায় অর্কিডের যে পাতা তুমি ছিড়ে ফেলে দিতে
সেই ছেড়া পাতার উপর সুর্যের তির্জক রোদ হয়ে।
আমায় কি তুমি চিনে নেবে বা রোদের কোমলতায়
আমার স্পর্শ কি অনুভব করবে?... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

লাশ

লিখেছেন রানার ব্লগ, ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৫




ঘরে কিন্তু শুকনা মরিচ নাই, খাবার সময় ঝাল কম বলে চেঁচাতে পারবা না বলে দিলাম, সুফিয়া বেগমের কটকটা গলায় বুজে আসা চোখ টা খুলে গেলো জামাল সাহেবের। গাল থেকে লালা বেয়ে বালিশের এক কোন ভেজে আছে। হাত দিয়ে লালা মুছে চোখ কুঁচকে চেয়ে থাকেন জামাল সাহেব। কি আমার কথা... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

শিরোনাম নেই !!

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৩




বলছি কি ?
কি বলবো তোমায় ?
আছি বেঁচে
হোক না কোমায় ।
বেশ আছি ঘুমের ঘোরে
হিংসা ঘৃনার সাথে লড়ে ।

ভাবছি কি ?
কি ভাববো বলো ?
ভাবতে ভাবতে জনম গেলো
তবু ভাবনার হয় না পুরা
ভাবনা আমার পাহাড় জোরা ।

দেখছি কি ?
কি দেখবো বলো ?
হয় না দেখা যা... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

এসো ভিজি কুয়াশায়

লিখেছেন রানার ব্লগ, ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২











ভেজা জানালার ওপারে
কুয়াশায় ভেজা রাজপথ
মৃত শহরটা ঘুমিয়ে আছে
নিশ্চুপ সবি চুপচাপ
আংগুলের তুলিতে এঁকে যাই
জানালার কাচের শরীরে
ঘুম ঘুম চোখে মায়া আদরে
আমায় কি গো জড়ালে ।
ভেজা চুল গলায় মাফলার
চোখে সানগ্লাস পথ হাটছি
দুহাত বাড়িয়ে সুবাস তোমার
হাতে গায়ে মুখে মাখছি ।
কতো... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

ভেবেছো কি ?

লিখেছেন রানার ব্লগ, ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬







বুকের ভেতর ক্ষতের আঘাত
মাপছে কে ?
চোখের জলে ভিজছে বালিশ
দেখছে কে ?
বোবা বুকে কথার পাহাড়
শুনছে কে ?
তোমায় নিয়ে ভাবার কথা
ভাবছে কে ?
মৌন তুমি শান্ত তুমি
বুঝছে কে?
মনের কোনে মেঘ জমেছে
জানছে কে ?
কেউ জানে না কেউ বোঝে না
কেউ শোনে না... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৬৬১৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ