somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আশা নিয়ে বসে আছি ।

আমার পরিসংখ্যান

রানার ব্লগ
quote icon
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আমাদের এই শহর

লিখেছেন রানার ব্লগ, ১৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৬



এই শহরের
কংক্রিটের দেয়ালের ভেতরে কত কথা জমে থাকে জানো?
কে শোনে সেসব কথা? কেউ না।
নিজের মনে মনে শুধু ঘুরপাক খায়।
এই পুরো শহরজুড়েই আমার সেই না বলা গল্পগুলো ছড়িয়ে আছে।
তাই হয়তো নিজেকেই চুপচাপ হেঁটে যেতে হয়, নিজের রাস্তা ধরে।

রাতের মতোই নীরব সবকিছু।
আলো ছায়ার ফাঁকে ভেসে ওঠে নামহীন কত গল্প।
কেউ সেগুলো... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৩ বার পঠিত     like!

ভালো থেকো

লিখেছেন রানার ব্লগ, ১২ ই জুন, ২০২৫ রাত ১:৩৪



আজ সকালটাও বড় নিঃশব্দে ভিজে ছিল বরষার জলের নরম চাদরে।
সামনের কৃষ্ণচূড়া গাছটার পাতাগুলো ক্ষীণ কাঁপন তুলছিল বাতাসে।
হঠাৎ মনে হলো,
তোমার হাসিটাও কি এরকমই হালকা কাপন তোলে?

জানো, আজ ঘুম ভাঙলো অদ্ভুত এক সুরে
দুটি হলুদ গলদঘর্ম সূর্যপাখি এসে
আমার জানালার ধারে বসে নিজেদের ভাষায় গল্প করছিলো।
বুকের মধ্যে তখন তোমার নামের মতনই
কিছু... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!

অভিযোগ

লিখেছেন রানার ব্লগ, ০৯ ই জুন, ২০২৫ ভোর ৫:৩৮


তুমি বললে
আমি নাকি বদলে গেছি,
আরো কঠিন হয়েছি, কম কথা বলি,
দূরে দূরে থাকি।

তুমি দেখোনি
রোজ রাতে ফেলে আসা স্মৃতির
জীর্ণ জাদুঘরে দাঁড়িয়ে
আমি নিঃশব্দে কাদতাম।

তুমি বোঝোনি
তোমার প্রতিটি অনুচ্চারিত অভিমান
আমার বুকে ছুরি হয়ে বিধেছে,
আর আমি হেসেছি, যেন কিছুই হয়নি।

তুমি বলোনি
তুমি কবে থেকে নিজেকে
আমার থেকে আলাদা ভাবতে শিখলে,
শুধু আমার ভুল গুলো গুণে গুণে
আমারই দিকে ছুড়ে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

নিস্তব্ধতার আড়ালে

লিখেছেন রানার ব্লগ, ০৩ রা জুন, ২০২৫ রাত ১০:১৫




শুধু যদি বলতাম,
সব ঠিক আছে
তবে কি জানতে তুমি,
নিস্তব্ধতা আড়ালে কতটা ভাংগন থাকে?

আমরা কি খুব বেশি কিছু চেয়েছিলাম ?
না কি সময়ের ফাঁকে শুধু
কিছু হাত ধরার মুহূর্ত খুঁজেছিলাম
যেখানে হাওয়াতে ভেসে থাকত কিছু ক্ষন।

এখন,
প্রভাত বেলায় যে আলো পড়ে,
সে আর কারও নয়
নিজের মধ্যেই একটু একটু করে
অন্ধকার হ'য়ে যাওয়া এক আশ্বাস।

আবার,
তুমি যদি... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     like!

বিস্মৃত দহন

লিখেছেন রানার ব্লগ, ৩০ শে মে, ২০২৫ রাত ১১:৪১



নিভে আসা চাঁদের নীলাভ ছায়ায়
আমি শুয়ে আছি বিষখালির ধারে
পৃথিবীর সমস্ত শব্দ পেরিয়ে
শুধু নদীর স্রোতের মধ্যে
একটা কান্নার ধ্বনি যেন রয়ে গেছে,
অজানা এক যন্ত্রণার ঢেউয়ে
আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি,
কোনো এক বিস্মৃত জন্মের অপরাধে।

হে চাঁদ,
তুমি কি জানো,
আমার ভেতর এখনও জমে আছে
একটি শিশুর মতো কুঁকড়ে যাওয়া মৃত্যু
যে জন্ম নিতে চেয়েছিল নিঃশব্দে,
কিন্তু আলোর তীব্র... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

ফিরে এসো

লিখেছেন রানার ব্লগ, ২৯ শে মে, ২০২৫ সকাল ১০:৩২



এই রাতে কোথাও কি আছো তুমি,
নিভে যাওয়া আলোর ছায়া হয়ে,
হৃদয়ের জানালার ওপাশে।
হঠাৎ হাওয়ার ঘূর্ণিতে মেঝেতে পড়ে থাকা
তোমার চিঠিটা উড়ে যায়, কুড়িয়ে নিই,
ভেজা অক্ষরে লেখা, ভালো থেকো।
ভালো থাকা কি এত সহজ?

এক দুপুরে তুমি বলেছিলে,
সব ভুলে গেলে কষ্ট কমে...
সত্যিই কি সব ভুলে যেতে পেরেছি?
চোখে বুজলেই
তুমি এসে দাড়াও... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫২ বার পঠিত     like!

ভেতর থেকে দরজা বন্ধ

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মে, ২০২৫ সকাল ৯:০৬



ঘরটায় এখনো হাওয়া ঢোকে,
কিন্তু কারো গায়ের গন্ধ ভাসে না।
আলনা ভরা জামাকাপড়,
তবু কেউ বলে না, এইটা পরো,খুব মানাবে।

বিকেলের রোদ জানালা ছুঁয়ে দেয়,
কিন্তু কেউ টেনে দেয় না পর্দা,
কেউ বলে না, রোদটা তোমার গায়ে পড়ছে।
রোদটা পরে, পরেই থাকে, আমি সরি না।

রান্নাঘরে হাঁড়ি চাপাই নিজ
ভাতের কড়া গন্ধ ঘরে ভাসে
তবুও কেউ জিজ্ঞাসা করে না
আর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৭ বার পঠিত     like!

কাকেদের শহরে ফিরে এসো

লিখেছেন রানার ব্লগ, ২১ শে মে, ২০২৫ রাত ৩:১২



নিশুতি রাতের অলিন্দে দাঁড়িয়ে,
আমি শুনি, কৃষ্ণচূড়ার ডালে বসে থাকা কাকটির হঠাৎ থেমে যাওয়া কণ্ঠ,
চাঁদের আবছায়া আলোয় ঝলমলে হয়ে ওঠে
সেই পুরনো মফস্বল শহরের স্মৃতি:
ঝড়ো চুলের গন্ধমাখা দিন, ধুলোয় মোড়ানো বিকেল,
আর একজোড়া কাজল লেপ্টানো চোখ,
যার দিকে তাকিয়ে আমি বুঝেছিলাম,
ভালোবাসা নিছক কল্পনা নয়।

তুমি ছিলে না, তবুও ছিলে
পরে যাওয়া... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

ভুল প্রেমে ডুবে আছি

লিখেছেন রানার ব্লগ, ১৭ ই মে, ২০২৫ সকাল ১১:০০



নিশ্চল পায়ে হেঁটে চলি আজও
ভুলের ঘ্রাণে ভেজা পথ ধরে।
এক একটি দিন যেন এক একটি ক্ষত,
দিন শেষে তবু জ্বালি আশার প্রদীপ।

চেনা প্রতারকের চোখে দেখি
অচেনা প্রেমের প্রতিচ্ছবি
ভেবেছিলাম, এবার বাঁচব বুঝি,
কিন্তু হাত বাড়িয়ে পেলাম কেবল শূন্যতা।

স্মৃতির গায়ে ধুলো জমেছে বহু,
তবু মাঝে মাঝে জেগে ওঠে ওরা
তুমুল বৈশাখে ঝড়ের মতো,
নীরব মাঘের শীতল হাহাকারে।

স্মৃতির... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

তোমার জন্য আমার শেষ কবিতা

লিখেছেন রানার ব্লগ, ১৩ ই মে, ২০২৫ রাত ১০:২০



একদিন তোমাকে ছেড়ে চলে যাব।
তখন আমায় স্বার্থপর ভাবতে পার,
ভেবো।

ওই দিন ওমনটা ভাবনায় আমার কিচ্ছু যায় আসবে না
নির্বিকার মুখে কাঠিন্যরে বুকে নিয়ে
নিশ্চুপ চোখ বুজে সয়ে নেব সব কটু কথা।

কোলাহলহীন সন্ধ্যায় হঠাৎ হেঁটে যাবো
পিছন ফিরে চাইবো নাকো ,
চেনা গলির ভেজা দেয়াল, কিংবা
তোমার ডাক, কিছুই নয় তখন জরুরি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

আঁধারের পিঠ বেয়ে হাটছি

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই মে, ২০২৫ রাত ৮:০৩


সবাই যখন আলো খোঁজে
আমি খুঁজি আলোয় পোড়া ছায়া।
সবাই যখন রৌদ্র চায়,
আমি দাঁড়িয়ে থাকি সিঁদুর রাঙা সন্ধ্যাতে
যেখানে ছায়া আর আলো
একসাথে কাঁদে।

ভাঙা অন্ধকারের ভেতর দিয়ে
তুমি হয়তো হাটছ আঁধারের পিঠ বেয়ে
তবু জানি
আঁধার কাউ কে লুকায় না
যতক্ষণ না সে নিজে কে লুকাতে চায়।

আমি আঁধার হতে চাইনি,
কিন্তু অন্ধকার এসে ছুঁয়ে দেয় আমাকে।
আমি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

স্মৃতির শহরে নিঃশব্দ প্রতিক্ষা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৮



নিঃশব্দ শূন্যতার ভেতর দাঁড়িয়ে
আমি খুঁজি এক হারিয়ে যাওয়া তোমায়
নগরজীবনের কোলাহলে চাপা পড়ে
তোমার কণ্ঠস্বর যেন কোন প্রাচীন সংগীত,
শুধু আমার স্মৃতিতে বাজে ক্ষীণ তরঙ্গে।

হাঁটতে হাঁটতে পেরিয়ে যাই অলিগলি
যেখানে একদা ছায়ার আড়ালে অপেক্ষমাণ তুমি,
এখন সেখানে শুধুই অধারেরা ভিড় জমায়
দেয়ালে রোদ জমে কিন্তু তোমার ছায়া নামে না।

তোমার ফেলে যাওয়া সুবাস এখনো বেঁধে রাখে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

পথিকের দ্বিতীয় বার্তা

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা মে, ২০২৫ রাত ১২:৫৭



যে ঘরে তালা, তার পাশেই দাঁড়াই,
ধুলোয় ঢাকা জানালায় চোখ রাখি
দেখি, ভাঙা আয়নার ফ্রেমে এখনও জ্যোৎস্নার কাঁপুনি,
একফোঁটা রূপ, ছেঁড়া মলিনতা জুড়ে কিছু আলো খেলছে।

হ্যাঁ, আগেও কেউ এসেছিল,
বহু আগে,তাদের জুতোর শব্দ এখনও ঘুম ভাঙায়,
তাদের হাসির রেশ বাতাসে ধোঁয়ার মতো ঘুরে বেড়ায়,
কিন্তু আমি এলাম এক জেদ নিয়ে, শুধু দেখব না, কুড়িয়ে নেবো... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

নির্বিকার ( কবি দাউদ হায়দার স্বরনে তারি লেখা কিছু কবিতা থেকে উৎসাহিত হয়ে)

লিখেছেন রানার ব্লগ, ২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:০৫



জন্মেছি, এও এক ঘটনা মাত্র।
কারও ইচ্ছেতে নয়, কারও অনিচ্ছেতেও নয়।
রক্তের গন্ধে ভরা এক সকালে
আমি নেমে এসেছি, অপ্রত্যাশিত চিৎকারে ।

শহরের ধুলো, গলির বিক্রি হয়ে যাওয়া রোদ,
বাসের পাদানিতে ঝিমিয়ে পড়া শরীর,
সবকিছু দেখেছি। কেবল তাকিয়ে থেকেছি।
ভাবিনি কিছু। কেঁদেও উঠিনি।

ঘরের স্যাঁতসেতে মেঝেতে চাঁদের ছায়া নামে।
সহধর্মিণী অভিমানে মুখ ফিরিয়ে নেয়।
সন্তানের গালে শুকিয়ে যাওয়া অশ্রুধারা।
আমি... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

অপার্থিব ইচ্ছেরা (তসলিমার “কারো কারো জন্য” থেকে অনুপ্রাণিত)

লিখেছেন রানার ব্লগ, ২৭ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৬


কেন যে, কেন যে হঠাৎ
কোন নাম না জানা ভোরে
কারো মুখ খুব মনে পড়ে,
মনে পরে অকারণ স্পর্শের,
কাছে বসার এক তীব্র বাসনার।

কতটা পথ, কতটা জীবন বাকি,
তারপরও,
অচেনা হাসি মনে হয় বড্ড চেনা,
অচেনা পথের ছায়ায় মায়ার টানাপোড়েন ।

সমস্ত পৃথিবী থেমে যাক,
নিঃস্তব্ধতায় ঢেকে যাক চরাচর,
শুধু তার নিঃশ্বাসটুকু বাজুক কানে,
সমস্ত ব্যস্ততার অস্ত হোক দিনের শেষে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৭৭২০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ