
অতঃপর, আবার ফিরে এলাম সেই চেনা পথ ধরে।
যেখানে তোমার নূপুর নিক্কণ হৃদয় মন্দিরে
পাগলা ঘণ্টা বাজিয়েছিল।
যেখানে মেঘ আবিরের মাখামাখিতে রাঙিয়েছিল
নীল আকাশের ক্যানভাস।
যাদের ছুঁয়ে প্রতিজ্ঞার বাণী ছুঁড়েছিলাম উর্ধপানে,
তাদের কাছে জিজ্ঞাসার লাগি ফিরে এলাম সন্তর্পণে।
রমনার খোলা প্রান্তর বয়ে যাওয়া বাতাসের শপথ নিয়ে
ছেলে খেলার বেলায় ফিরে এলাম।
ফিরে এলাম আমাদের উত্তাপে বিবর্ণ হওয়া ঘাস ফুলের কাছে,
কুঞ্চিত চাদর, এলোমেলো বিছানা, আধেক টানা খিড়কির কাছে।
আমি উত্তরের কাছে প্রশ্ন খুঁজেছি,
প্রশ্নের কাছে উত্তর; নির্বাক সকলে, কারো নেই জানা।
চেনা হয়ে সবাই কেমন অজানা, অচেনা।
তাহারপর,
ফিরে গেলাম ক্লান্তির কাছে, পরাজিত সৈন্যের রূপে।
শহর ভর্তি শব্দ দূষণের মাঝে নিঃশব্দতার জলাশয়ে
দক্ষ ডুবুরির মতো ডুবে গেলাম শীতল নিঃশব্দতায়।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৪ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



