বিষের নুন
প্রথম প্রেমের বাতাস
নৈতিকথা আদর্শ চরিত্রবান থাকে;
তারপর- তারপর ব্যর্থ হলে গঙ্গা জল
নৈতিকথা আদর্শ চরিত্রবান-
কিছু আর থাকে না আকাশ;
রাঙ্গা মাটির চোখ খুবলে খায় শকুন
বিবেকের দ্বারে স্বৈরাচারের রক্ত দাঁত!
বয়ে আনে প্রেমের অপরিত্র পণ-
তারপর তারপর কেউ ছিটাই পূজার ফুল
কেউ বা থুথুর মনে বিষের নুন;
১৭-৪-২৫ বাকিটুকু পড়ুন
