শাসকের অন্তিম বিচার
বাস্তবতার কণ্টকিত শৃঙ্খলে জড়ানো দাসত্বের রেখা,
হে রাণী! তোমার সিংহাসন কি নিছকই ছলনার ঢাল?
নিজ অস্তিত্বকে বিলিয়ে দিলা ক্ষমতার অন্ধগলিতে,
তবুও কালের অমোঘ শাসন থামে না কোনো প্রতারণায়।
ভাগ বাটোয়ারার বিষাক্ত হাতে গড়া এ রাষ্ট্রের প্রলেপ,
অন্যায়ের কঙ্কাল ছড়িয়ে ছিন্নভিন্ন ন্যায়ের দেহ।
সাইকোপ্যাথিক নীরবতায় অস্বীকার করলে চিকিৎসা,
আন্দোলনের রক্তস্রোতে ভেসে গেলো ইতিহাসের পৃষ্ঠা।
যারা অগ্নিপথে হেঁটেছে, যারা রক্ত... বাকিটুকু পড়ুন
