তোমার মায়াবী হাসির আড়ালে লুকানো বিষাদ,
আমার হৃদয়ের গভীরে নিয়ে এসেছিল সাময়িক আরাধনা।
কিন্তু ধীরে ধীরে বুঝেছি, তুমি কেবলই মরীচিকা,
তোমার কপটতার ফাঁদে পড়ে অনেকেই হারিয়েছে সব।
ভাগ্যিস বিধাতা আমায় রক্ষা করেছিলেন তোমার ছায়া থেকে,
নয়তো আমার জীবন হতো দুঃখের বিশাল সমুদ্র।
সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে প্রতিনিয়ত ভেসে যেতাম,
তোমার প্রতারণার ঢেউয়ে তলিয়ে যেত আমার আশা-আকাঙ্ক্ষা।
তোমার থেকে মুক্তি পেয়ে যেন ফিরে পেয়েছি নিজেকে,
নতুন আলোর দিকে পা বাড়িয়ে খুঁজছি সুখের ঠিকানা।
তুমি থাকলে হয়তো অন্ধকারেই ডুবে থাকতাম চিরকাল,
ভাগ্যিস বিধাতা আমায় রক্ষা করেছিলেন তোমার ছলনা থেকে।