মায়ার জল
ভালোবাসা কারে কয়, কেউ জানে না রে,
কখন কারে লাগে মায়া, কে বা পড়ে কার টানে।
জীবনটা থামে না এক জায়গায়,
এক মোহ ছেড়ে যায়, আরেক মোহে হারায়।
বাঁচাইতে গিয়ে হারায়ে ফেলি,
নিজের প্রাণটা ক্ষয় করি চুপিচুপি।
যারে ভালোবাসি, তারে নিয়ে থাকা যায় না—
এই তো জীবন! এক অব্যক্ত ব্যথার গাঁথা।
কেহ মায়া করে, ছাড়ার ভয়ে,
কেহ... বাকিটুকু পড়ুন
