কেউ ভালোবাসুক আমাকে আমার মতো করে,
যে বুঝবে আমার অভিমান, আমার ভাঙা মনটাকে ধরে।
যে দেখবে রাগের পিছনে লুকানো বিষন্নতা,
ভালোবাসবে সেই অন্ধকারে, আমায় করবে দিশাহীন পথের সাথী।
যে জানবে আমার প্রতিটি দুঃখের গান,
যার সুরে মিশে থাকবে আমার হাসি-কান্নার জীবন।
কেউ ভালোবাসুক আমাকে আমার মতো করে,
যে জানবে, আমার নিঃশ্বাসে লুকানো আশার মিছিল।
আমার মনে যে অশ্রু জমে আছে,
সেই অশ্রুগুলোকে নিজের হাতে মুছে,
যে দেবে আমায় শান্তি, ভালোবাসার এক ছোঁয়া।
কেউ ভালোবাসুক আমাকে আমার মতো করে,
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে যাকে পাবো আমি খুঁজে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৪ ভোর ৪:৫৩