বিদেশিনী, তুমি মায়ায় ভরা মধুরিমা,
তোমার ছোঁয়ায় যেন পেয়েছি জীবনের মহিমা।
চোখে চোখ রাখতেই যেন পেয়েছি স্বর্গের দেখা,
তোমার হাসির আলোর মাঝে হারিয়ে ফেলি রেখা।
তোমার স্পর্শে হৃদয় গলে নদীর মতন,
তোমার ছোঁয়ায় মন ভরে ফাগুনের সুবাসে।
তুমি আসবে বলে প্রতিদিন আমি থাকি অপেক্ষায়,
তোমার অনুপস্থিতিতে বুকের ভেতর শুধু হাহাকার ছায়া।

তোমার ভালবাসা যেন অমৃতের সুধা,
তোমার স্মৃতিতে হারিয়ে যাই দিনের পর দিন।
তুমি আমার চোখের মনি, তুমি হৃদয়ের রাজকন্যা,
তোমার ভালোবাসায় আমি সন্ন্যাসী, সব ভুলে থাকা এক পাগল স্রোতা।
বিদেশিনী, তোমাকে ভালবেসেছি অগোছরে,
তোমার ভালবাসার প্রত্যাশায় থাকি কুয়াশায়।
তুমি আমার স্বপ্নের রাজকন্যা, হৃদয়ের দিওয়ানা,
তোমারি প্রেমে সিক্ত আমি, তোমারি ভালোবাসায় নিত্যদিনের গায়ক।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৪ রাত ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




