তোমার জন্য
তোমার মুখ মেঘ কালো কেন?
আমার ভাল লাগে না।
তোমার চোখে বৃষ্টি কেন?
আমার মনটা জাগে না।
তোমার জীবনে ভীষণ আঁধার
আমার জীবনে ক্লান্তি।
তোমার বুকে ব্যথার পাহাড়
আমার বুকে ভ্রান্তি।
তোমার জন্য আমার পৃথিবী
আমার জন্য তোমার।
তোমার জন্য আমি চুপ থাকি
চুপিচুপি কথা বলি।
তোমার জন্য সারাটা জীবন
একা একা পথ চলি!
বাকিটুকু পড়ুন
