দহন
তুমি আমার চোখের তারায়
নতুন দেখা ভোর
তুমি আমার বুক পকেটে
জড়িয়ে থাকা হেমন্তের আদর।
তুমি আমার হস্তরেখায়
সোনা রঙে রাঙা পদ্ম
তোমায় দেখলে ফিরে পাই আমি
আকাশ ছোঁয়ার সাধ্য।
তুমি আমার বুকের ভেতর
হাস্নাহেনার ঘ্রাণ
তুমি হাসলে খুঁজে পাই আমি
এই মন জুড়ে আলোকিত এক প্রাণ।
তোমার জন্য এনেছি স্বপ্ন
প্রেমের শীতল হাওয়া
আমি চলে গেলে জানবে তুমি
তোমার ভেতরে আমার আসা যাওয়া। বাকিটুকু পড়ুন
