কিছুই আগের মত থাকেনা জীবনে

মেয়েটি উঠেছিল সময়ের সিঁড়ি বেয়ে নিঃশব্দের স্মৃতির দেশে, আলো অন্ধকারে জমে থাকা অপেক্ষার গন্ধ; ভেতরে বাহিরে হাঁটতে হাঁটতে নীরব মুহূর্তগুলো কেটে যায় একা, কেউ জানেনা জীবনের প্রতিটি পদক্ষেপ যেন তার অচেনা কালের নিরব চিৎকার।
বারান্দার ঝরা পাতা আর ধুলো, ঘুমন্ত কক্ষগুলো নিস্তব্ধ ভীষণ ব্যথার মতন।
ঐ ঘরে বাবা থাকতো;
ঐ ঘরে ভাই... বাকিটুকু পড়ুন











