?

কবে যে ছুঁয়েছি বিষের পেয়ালা
ঠিক মনে নেই
তবে বিষ ছড়িয়ে গেছে সারা গায়
এ বেশ সকলে টের পায়।
কবে যে কাকে খেয়েছি শেষ চুমু
কবে যে কাকে বলেছিলাম ভালোবেসে
আয়,
একটু কাছে আয়।
সে আসেনি ভয়ে
সে আসেনি জেদ করে
সে আসেনি ইচ্ছে করে
তাই তো কতো মাঘ পূর্ণিমা
বিরহের কথা শুধু বলে।
কবে যে হেরে গেছি
জেতার... বাকিটুকু পড়ুন














