জলসাঘর

তাকিয়ে থাকো তুমি
একটা চতুষ্কোণ জানালা দিয়ে দূরে বহুদূরে
অথচ তা মিলছে না কিছুতে
যা তুমি চাইছো।
জেগে থাকো তুমি
ঘুমিয়ে যায় আস্ত ব্রহ্মাণ্ড
কমলার খোসা ছাড়াতে ছাড়াতে আনমনে কতো কিছু ভাবো
সুঘ্রাণ ঘরময়
একটা বুনো নি:সংগ আত্মা রাতদিন কুঁড়ে কুঁড়ে খায় তোমায়
আর জড়ো করে হাজারো ভাঙ্গনের শব্দ।
জীবন... বাকিটুকু পড়ুন














