প্রেম ছাড়া সবাই দুর্বল এমনকি ইশ্বর !
ভেবেছিলাম,
প্রেম মানে জল
ছুঁয়ে দেখি ওতে ভীষণরকম ঢেউ
এতো অন্তর জ্বালা অনল !
ভেবেছিলাম,
হাতছাড়া হোক স্বর্গ
যাক হারিয়ে ঠিকানা
এমনকি লোটা বাটি কম্বল।
শুধু প্রেমটা যেন রয়ে যায়
কাগজে লেপ্টে থাকা সীল মোহরের মতো
অথবা
যেমনটা রয় বৃষ্টিতে ভেজা মাটির সোঁদা গন্ধ।
আসলে
প্রেম তো আমার একমাত্র... বাকিটুকু পড়ুন
