
আমার জন্মের সময়
ছিলে না উপস্থিত
মৃত্যুর সময় থেকো
প্রেম অন্ধ
তাই বলে এতোটা!
খুব বাজেভাবে জড়িয়ে রাখে নিঃসঙ্গতা
খারাপ লাগে না
সব সময় ওকে খুঁজি
যেন ছোট কোন খুকি
ডাক দিলেই
ভাংগা গলায় বলে,
কিছু লাগবে?
আমি হাসি।
আহ! জীবন
আহ! প্রেম
সমস্ত লেনদেন সংক্রান্ত বিষয় কম বুঝি
তোমার ডাগর চোখে
আছে হাজারো প্রেমের অলিগলি
তেমনি আছে সর্বনাশের নীরব হাতছানি
এক ছাদের নীচে বুড়ো হবো দুজন
এমন অলীক ভাবনাতে রোজ ডুবি
ইদানীং ;
বিরহ যাতনা অথবা প্রেম
যাই পাই
পরম যতনে তাই মাথায় তুলে রাখি।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


