
কোনটা ভালো?
আলো?
না,
আঁধার?
যখন এ প্রশ্ন খুব জেঁকে বসেছে বাহির ভিতর
আমি সিদ্বান্ত নেই
দুই রূপ দুইটার।
একটু একটু করে তোমার জন্য জমিয়ে রাখি প্রেম
এর শুরু আছে
শেষ নেই
যা দাবানলের মতো তোমাকে পুড়িয়ে মারে।
এইবার দাঁড়িয়ে পড়ি
যেমনটা লাল সিগন্যালে থামে গাড়ী
আর আমার কবিতা হয়ে উঠে ব্যস্ত পথচারী
দ্রুত হেঁটে যায়
মুখে হাসি
ফুসফুস ভর্তি বাতাস
তোমার কাছে একটা চেনা শরীর।
ধীরে ধীরে ছুঁয়ে ফেলে তোমায়
খোঁপায় গুঁজে দিলো দুধসাদা শিউলির মালা
বিষাদ ছড়িয়ে তোমার নরম হৃদয়ে
চুপ করে আশ্রয় নেয়
যেন সমস্ত সুখ দুঃখের এক বিন্দুতে মিলন
জীবনের সাদা কালো ক্যানভাস এক লহমায় রঙিন।
আমার কবিতা নখদন্তহীন
তবুও ভীষণ বুনো এবং উচ্ছৃঙ্খল
যতই মজুদ হোক বারুদ এবং গুলি
সাবধান!
সাবধান!
যেকোন সময় ধরে ফেলে অত্যাচারীর টুঁটি।
আমার কবিতা
জল শুষে নেয়া মাটি
সরলতায় ভরা স্বীকারোক্তি
কচি ছেলের নাটাই- ঘুড়ি
কড়া রোদে জ্বলা কিষাণের হাসি
ভুলতে বসা নরক যন্ত্রণা
লাগামছাড়া ঘোড়া
টগবগ টগবগ দৌড়ায়
ঝেড়ে ফেলে সমস্ত ক্লান্তি।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



