
স্বাধীনতা কোন গাল গপ্পো রুপকথা নয়,
স্বাধীনতা মানে
মায়ের বুকে নির্ভয়ে ঘুম।
স্বাধীনতা রাত দুপুরে জেগে
তাস খেলার মতন হালকা বিষয় নয়.
স্বাধীনতা মানে শার্সি ভেঙে ঘরে ঢোকা রোদ
শিশির সিক্ত গোলাপ ফোঁটা ভোর
তাজা বুকে বুলেটবিদ্ধ,রক্ত,বমি, নিষিদ্ধ শীৎকার,
হাজারো আঘাত ঘা
শত্রুর সামনে আজরাইলের রুপ।
স্বাধীনতা মানে ক্ষেত ভরা ফসল
পুকুরের টলটলে জলে বাচ্চা ছেলের দল
দুধেল গাভীর বানে মাছি।
স্বাধীনতা মানে গ্রীষ্মের আগুন রাঙা রাধাচূড়া
বাসন্তীবৌরি পাখির ডানা ঝাপটা
বেতবনে শব্দ সড়সড়
চিত্রা হরিণের অবাধ বিচরণ
কৃষকের পেটানো শরীর
জগত ভুলিয়ে দেয়া হাসি।
স্বাধীনতা হচ্ছে খুশিতে কেঁদে উঠা দেশবাসীর নয়ন
স্বাধীনতা মানে
মাথা উঁচু করে পথচলা বহুদূর
কদম বর্ষা শ্রাবণ
রাইফেল কাঁধে
নগ্ন পিঠে ছুটে চলে নুরুলদীন।
স্বাধীনতা মানে
দুয়ারে টোকা
বন্দুক হাতে খাকি পোষাকের হায়েনা
বিবাগী অপরাহ্নে
ত্রিশ লাখ তাজা ফুলের কাব্যিক শ্লোক।
ছবি নেট
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


