
কেউ বিশ্বাস করবে না তোমায়
এ দ্রুত মেনে নাও
তোমার ভুবনে তুমি একা
তুমি সেরা
প্রেম, স্বপ্ন, সংসার
ওসব বিলাসী রোগ
শতভাগ কে পায়?
শতভাগ কোনকিছু পাওয়ার স্বাদ
একমাত্র ঈশ্বরের সাথে যায়।
কে খোঁজে তোমায়?
দেয়ালে ঝুলিয়ে রাখা স্রষ্টার বাণী,
সন্ধ্যা তারা,ভোরের আলো
ধুলো জমা বুকশেলফ
যার নীচে ক্ষুদ্র পোকাদের বিশাল রাজ্য
ভুল দরজা,
ভুল মানুষের আদর চুমু।
নিজের সাথে সংঘাতে যেওনা
ফলাফল হিতে বিপরীত
যদিও বেঁচে থাকতে কারো সঙ্গ প্রয়োজন,
মৃত্যুর পর তুমি একদম একা,
এ সত্যটুকু এড়িয়ে বন্ধু
আগামীর মিথ্যে গল্প কেনো যে শোনাও!
এখন দেখছি
এ জীবনটা এক মুঠো মাটি ছাড়া কিছুই নয়।
ছবি নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


