
তাকিয়ে থাকো তুমি
একটা চতুষ্কোণ জানালা দিয়ে দূরে বহুদূরে
অথচ তা মিলছে না কিছুতে
যা তুমি চাইছো।
জেগে থাকো তুমি
ঘুমিয়ে যায় আস্ত ব্রহ্মাণ্ড
কমলার খোসা ছাড়াতে ছাড়াতে আনমনে কতো কিছু ভাবো
সুঘ্রাণ ঘরময়
একটা বুনো নি:সংগ আত্মা রাতদিন কুঁড়ে কুঁড়ে খায় তোমায়
আর জড়ো করে হাজারো ভাঙ্গনের শব্দ।
জীবন মৃত্যুর মাঝে দেয়াল দাঁড় করায় প্রেম
না তখন জীবন ছুঁতে পারে মরণ
না মরণ ছুঁতে পারে জীবন
প্রেম তুমুল উত্তেজনায় ঠাসা ঠিক এমন
প্রেম আসে যায়
যেটা যায় সেটা প্রেম হয় কি করে বলো তো?
প্রেম ছাড়া জীবন
অনেকটা পাল ছেঁড়া হাল ভাঙ্গা দিশেহারা নৌকার মতো
একাকিত্বের জলসাঘরে একাই নেচে যাও তুমি
এইবার থামো তো।
একে একে সব হলো তোমার
হলো না প্রেম!
কী আশ্চর্য!
তোমার জন্য প্রেমটা টিকিয়ে রাখা যায়
ঠিক তো!
চলো,
চুম্বনে চুম্বনে সারিয়ে তুলি নষ্ট পৃথিবী
হটিয়ে ব্যারিকেড সমস্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


