
নিয়মিতভাবে তোমাকে নিয়ে কবিতা লিখি
লেখা শেষে কি যে সুখ!
যেনো এক জীবন কম পড়েছে
আরো চাই
আরো চাই সময়।
নিয়মিতভাবে তোমায় নিয়ে স্বপ্ন দেখি
ভাবনায় ডুবি
হাওয়ায় উড়ছে তোমার ঘন কালো চুল
চওড়া পাড়ের শাড়ী
মাঝেমধ্যে সরে যায় এদিক সেদিক
তড়িঘড়ি তুমি ঠিক করে নাও
লাজুক মিষ্টি দৃষ্টি।
নিয়মিতভাবে কতো কিছু মনে হয়
সব কি আর বলি
লুকিয়ে রাখি
লুকিয়ে রাখতে হয় এই নিয়ম।
নিয়মিতভাবে এটা করি ওটা করি
গান শুনি
আড্ডা , গালগল্প কতো কি
নিয়মিতভাবে টিভি অন করে
এক বুক আশা নিয়ে দেশ বিদেশের খবর শুনি
বুক ভাংগে
ভাবতে বসি এ নীল সবুজ গ্রহে মানুষ আছে কি?
নিয়মিতভাবে সব কাজ করা হয়
শুধু তোমার সনে দেখা হয় না
আংগুল আংগুলে ধরা
তোমাকে জড়িয়ে রাখা
চুমু খাওয়ার তীব্র বাসনা
দমিয়ে রাখতে রাখতে পাহাড় গড়েছে
সে পাহাড়ের নীচে চাপা পড়ে মরছি।
নিয়মিতভাবে পাখির ডাক শুনতে জানালা খুলি
এ শহরে পাখি নেই
গাড়ি বেশী
তাই হর্ণ শুনি।
নিয়মিতভাবে নেতাদের ভাষণ
আনাচে-কানাচে চলতেই থাকে
এতো নেতা!
এতো কর্মী দেশে!
তবুও চারপাশে হাহাকার ধ্বনি
ছি:!
কি মিথ্যে ওদের দেশপ্রেম!
কি মিথ্যে দিয়ে মোড়ানো সবকটি বুলি!
নিয়মিতভাবে আকাশে চোখ রাখি
কেমন বিশ্রী ঘোলাটে
রাতে তবু্ও দু চারটা নক্ষত্র নজরে আসে
শুনেছি
ইট কনক্রিটের খুব কাছেই
সবুজ অরণ্য
থোকা থোকা স্বচ্ছ শুভ্র মেঘ ঝুলে আছে
দেখতে যাবে নাকি!
( ছবি নেট )
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


