
একদিন, দুদিন, তিনদিন
ঘড়ি ধরা সময়
অথবা এই যেমন,
পাঁচ দশ মিনিটের জন্য না হয়
তবুও আমার হয়ে যাও,
খুব দ্রুত ফুরায় জীবন
এরপরে হাজার কাঁদলে
খোদার দুয়ারে মাথা কুটে মরলেও
দেখা সাক্ষাৎ আর সম্ভব নয়।
কতো ইচ্ছে আবদার রোজ দূরে ঠেলে হাসি
আড্ডায় বসি
বাঁচার গল্প বলি
হাঁটতে বাইরে আসি
পথের বাঁকে সন্ধ্যে নামে সবুজ অরন্যে,
ধ্বংসের শীর্ষে আমি
এতো কিছুর পরে সহজ স্বীকারোক্তি,
কবিতা একমাত্র মাধ্যম
যা দিয়ে তোমার শরীর মনে আমার অবাধ বিচরণ
এইতো পুড়ছি
জন্মের স্বাদ মিটিয়ে
শেষ করে দাও
বন্ধ করো তোমার ভিতর বাহিরের সমস্ত ফাটল।
কষ্ট হয়
কষ্ট হয়
দুচোখের অশ্রুতে বুনোহাঁসের মতো
তুমি ভেসে যাও,
ভেংচি কাটে মধ্যবয়স্ক যৌবন
খুব অবাক হই
তুমি আমার নও
আমার নও।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


