
আমার কাছে আলাদ্বীনের চেরাগ নেই
নেই কোন পোষা দৈত্য দানব,
কিছু শব্দ রক্ত এবং ধমনীতে করে আনাগোনা
গোধুলির আলোতে উড়ে নিঃসঙ্গ কবুতর,
শাসককে দেখছি কাকতাড়ূয়া
আর দেশ হয়ে গেছে রুটি হালুয়া।
অলৌকিক যুগ বলতে কিছু নেই
যদিও মানুষ
কিছু পুরনো বিশ্বাস আঁকড়ে মরে,
উপসনালয়ের ফটকে লেখা নেই,
ইশ্বর তোমাদের নিয়ে খুব বেশী ভাবছেন।
পোড়া ডিজেলের বাতাসে মরে গেছে শীতের কমলার ঘ্রাণ
হলুদ পাতা শোনায় রোদ জলের গান,
রাস্তা হারিয়েছি সকলে
চাইলে যায়না দেয়া ঝাঁপ
চারপাশ জুড়ে দেয়াল কাঁটাতার,
অপেক্ষায় বসে থাকি
সম্মুখে দেখি শুধু মৃত্যু এবং ব্যাধির দুয়ার।
আমার হাতে অবশিষ্ট কিছু নেই
সত্যি কিছুই নেই
শব্দ জড়ো করি,
বাঁচার তাগিদে শব্দরা হয় শিকার।
ছবি নেট
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


