তুমি এক প্রিয় সুর
আমি হারিয়ে যাওয়া অসমাপ্ত সংগীত!
অথবা,
তুমি পরিবর্তনশীল ঢেউ
আমি নামহীন নাবিক!
আমাকে তুমি ফিরিয়ে নিয়ে যাও
গল্প শোনাও এক অদৃশ্য পৃথিবীর।
বুঝিয়ে দিয়েছ তুমি
আমার নেই কোন মুক্তি!
আমি হাসি,
কারণ শৃঙ্খলও এক প্রকার স্বাধীনতা!
আমাকে তুমি
তোমার অতলে টেনে নিতে চাও,
অথচ
দাও না মৌখিক স্বীকৃতি!
আর আমি,
সেখানে ডুব দিতে ভালোবাসি।
কিন্তু তুমি কি বোঝো না?
এই ভাগ্য আমি নিজেই বেছে নিয়েছি
আমি প্রেমে মরি,
কামনায় পুনর্জন্ম লাভ করি
এ খেলায় প্রতি মুহূর্তই
একটি নীরব আত্মসমর্পণ
সদা বিদ্যমান একটি চাপা বিদ্রোহ
কিন্তু কে নির্ধারণ করে এসব নিয়ম?
না; তুমি,
না; আমি।
আচ্ছা বলতো,
তুমি ছাড়া এ জন্ম নিয়ে কী করি?
ব্যাকরণের বাইরে
তোমাকে যে ভালোবাসি!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২৫ বিকাল ৫:০৯