
কবে যে ছুঁয়েছি বিষের পেয়ালা
ঠিক মনে নেই
তবে বিষ ছড়িয়ে গেছে সারা গায়
এ বেশ সকলে টের পায়।
কবে যে কাকে খেয়েছি শেষ চুমু
কবে যে কাকে বলেছিলাম ভালোবেসে
আয়,
একটু কাছে আয়।
সে আসেনি ভয়ে
সে আসেনি জেদ করে
সে আসেনি ইচ্ছে করে
তাই তো কতো মাঘ পূর্ণিমা
বিরহের কথা শুধু বলে।
কবে যে হেরে গেছি
জেতার বদলে
কবে যে রঙ বদলে গেলো শরীরের
কবে যে ভুলে গেলাম
পা ফেলতে কচি ঘাসে
কবে যে দূরে চলে গেছি
গোলাপ ছেড়ে কাঁটার কাছে
কবে যে দুই চাকার গাড়ী থেমে যাবে
কবে যে শুরু হলো
মুখ এবং মুখোশের এমন ক্রন্দন
কবে থেকে?
কবে থেকে বলাকার ধূসর কালো ঠোঁটের মতন
ধারালো তীক্ষ্ণ আঁধার
ধেয়ে আসছে সকলের ঘরে
অমরত্ব, অঢেল সুখ রেখে নিজের কাছে
প্রেম, বিরহ, নোনা, যুদ্ধ, মৃত্যু
মানবের মাঝে বিলিয়ে
কবে থেকে এতোটা স্বার্থপর
হে ইশ্বর, তুমি হলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

