এখনো যথেষ্ঠ নৈতিক মনবল অর্জন হয় নি যে সরকার পতনের দাবি জানাবে।
আপাতত এখনো কোট সংস্কার দাবী। আলোচনাও চায়।
দাবিটা তো বড় কোন দাবি না।
একটা মামুলি ছোট একটা দাবি। মেনে নেওয়ার মতো সাধারণ একটা দাবি। সরকার অনেক আগেই বলেছে কোটা কমাবে।
কিন্তু এই আন্দোলনে অপশক্তি ঢুকে গেছে এটা পরিষ্কার।
কারণ মেট্রোরেলে বা বিটিভি ভবনে পেট্রোল যোগার করে আগুন লাগানো কমলমতি দের কাজ হতে পারে না।
সরকার ইচ্ছা করলেই একটু বেশি শক্তি প্রয়োগ করে থামাতে পারতো।
কিন্তু পারছে না।
কারণ সব হামলাকারীদের সাথে রাখা হয়েছে কিছু ছাত্র পিঠে স্কুলব্যাগ ইউনিফর্ম ধারি কোমলমতি। কোমলমতি মানব ঢাল। তাই অগ্নিসংযোগকারি সন্ত্রাসীরা নির্ভয়ে নির্বিঘ্নে যা ইচ্ছা করতে পারছে। পিঠে ভারি স্কুল ব্যাগ কেন, স্কুল খোলা নাকি? দামড়াগুলোর পিঠেও স্কুল ব্যাগ উইনিফর্ম সহ।
হামাস, বা আইএস জঙ্গিদের মত, মানব ঢাল ব্যাবহার করছে এরা। এদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নিতে গেলেই মারা পড়ে নারী শিশু।
তাই সরকার/পুলিশ সর্বশক্তি ব্যাবহার করতে পারছেনা।
আন্দোলনকারি নেপত্থ্যের চালিকাশক্তির প্রস্তুতি ছিল বহু আগে থেকেই বোঝা যায়। বিটিভি ভবন ও মেট্রোরেলে হামলা যে ভাবে কমান্ডো স্টাইলে হয়েছে, একদম সামরিক প্রশিক্ষন বা জঙ্গি প্রশিক্ষন ছিল বোঝা যায়।
তবে আন্দোলনকারি বা আন্দোলন নেপত্থ্যের চালিকাশক্তির এখনো সেই নৈতিক মনবল অর্জন হয় নি যে সরকার পতনের দাবি জানাবে। এখনো পর্যন্ত বক্তব্যে আলোচনা চাছে।
এই কারনে আন্দোলন বেশীদিন হালে পানি পাবে না। যতক্ষন না পর্যন্ত সরকার পতন দাবি উত্থাপনের মনবল অর্জিত হয়।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




