চাঁন তকমা
কি কথা কইমু মুই
দেখি রক্তপিপাসু ছলনা
দেশপ্রেম নেই যন্ত্রণা-
তবু ন্যায় অন্যায় বুঝে না;
কি কথা কইমু মুই-
দেখি স্বার্থের দলকানা;
কথায় কাজে নেয় চশমা
ভাঙ্গছে মুখ দেখা আয়না
কি কথা কইমু মুই-
জুলাই আগস্ট চক্ষুলজ্জা বেদনা
ওরে সোনার চাঁন তকমা;
মৃত্যুর ভয় দেশপ্রেম নয়।
০৭-০৭-২৫ বাকিটুকু পড়ুন
