তোরা কারা রে?
কত বড় স্পর্ধা তোদের
আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় কেনা গুলি,
আমাদের ছেলেদের
বুকে চালাস?
তোরা কারা রে?
কোন মায়ের গর্বে জন্মেছিস?
তোদের অবয়বে কেন জানোয়ারের
প্রতিচ্ছবি দেখা যায়?
তোরা কারা রে?
কারা রে?
কাদের গোলাম তোরা -রাস্ট্র নাকি
কোন রক্ত পিপাসু হায়েনার?
প্রতিটি গুলি, প্রতিটি কার্তুজের
হিসাব দিতে হবে ;
প্রতিটি কার্তুজের খালি খোসা
বয়ান দেবে ;
শহীদ আবু সাইদের কবরের পাশে বসে
সংলাপ হবে। পথ থাকবে না পালাবার।
তোরা কারা রে
তোরা কারা রে
তোদের অবয়বে কেন
জানোয়ারের প্রতিচ্ছবি দেখা যায়?
তোরা কারা রে?
কত বড় স্পর্ধা তোদের
আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় কেনা গুলি
আমাদের ছেলেদের
বুকে চালাস?
তোরা কারা রে?
১৮.০৭.২৪ ]
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:২২