
আপনাদের কি এই ছবিটার কথা মনে আছে? এই বছরের শুরুতে চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের জমিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছিল। সেই সময়ে সীমান্তে থাকা মানুষজন বিজিবির সাথে প্রতিরোধ করেছিল। তাদের ভেতরে অনেকগুলো ছবির মাঝে এই ছবিটা ছড়িয়ে পড়েছিল। ছবিটার দিকে তাকিয়ে দেখুন। হাতে বড় দা আর মুখে বিড়ি নিয়ে সে বিজিবির সাথে পাহারা দিচ্ছে। এঈ বাবুল আলী হচ্ছে পুরো বাংলাদেশের সাধারণ মানুষের প্রতীক। কোন রাজনৈতিক দলদাস নয়, যারা নিজেদেরকে বাংলাদেশের মানুষ ভাবে তাদের মনভাবে এই বাবুল আলীর মত। তার সেখানে না গেলেও কিন্তু কিছুই হত না। সে সাধারণ কৃষক। কিন্তু সে গেছে। নিজের দেশকে রক্ষা করতে। অন্য দেশের আগ্রাসণ রুখে দিতে। দেশের বেশির ভাগ মানুষই এই বাবুল আলীর মতই। তারা দেশকে ভালোবাসে। দেশের জন্য অন্য কোন চিন্তা বাদ দিয়েই সামনে এগিয়ে আছে। এবং এভাবেই দেশের সাধারণ মানুষ দেশের বিপদে সামনে এগিয়ে আসে।
আরেকটা ছবি দেখাই। সর্ষে ক্ষেতের ছবি তো আপনারা অনেকেই দেখেছেন তবে আমি নিশ্চিত এর থেকে চমৎকার ছবি আর আপনারা দেখেন নি কোন দিন।

এতোদিন পরে এই খবরটা নিয়ে পোস্ট দেওয়ার কারণ হচ্ছে বিজিবি সেই বাবুল আলীকে সম্মানীত করেছে। ব্যাটলিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটলিয়ন সদর দপ্তরে এই সম্মাননা দেওয়া।

কী চমৎকার একটা ব্যাপার! বিজিবির এই ব্যাপারটা আমার খুবই ভাল লেগেছে। এই জন্য বিজিবিকে ধন্যবাদ জানাই।
হয়তো আমাদের দেশের উপরে হামলা হতে পারে, হয়তো শক্তিতে পারব না, হয়তো হেরে যাব কিন্তু বাবুল আলীদের মত মানুষের অভাব নেই এই দেশে। বিনাযুদ্ধে এতো সহজে হার মানব না, এটা নিশ্চিত!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


