আমি তো কারও সাতেও নাই পাঁচেও নাই। এত সময়ও নাই মানুষকে ঘাঁটার। ব্লগের ব্লগারদের সম্পর্কেও তেমন কিছু জানি না। তবে পোস্ট পড়ে কিছুটা আন্দাজ করা যায় -কে কী রকম। আমি কেমন আমার লেখা দেখেও আন্দাজ করা যায়। একসময় মডেল নিয়ে লিখতো একজন, সে ইসলামিক পোস্ট যারা দিত-প্রায় সবাইকেই জামাত বিম্পি ছাগল জঙ্গী বলে উপাধি দিত। ইসলামের রীতি নীতি আমি মানি না -তাই বলে কী আমাদের ধর্মের রীতি নীতি বিধি বিধান-হারাম হালাল মিথ্যে? নাকি এগুলো মনগড়া? আমিও অনেক বিষয় মানতে পারি না তাই বলে বলবো না এসব রীতি নীতি বানোয়াট বা মিথ্যে। আমি মানি না-গুনাহ আমার হবে, আমাকেই হিসাব দিতে হবে। পাপ করলে দুনিয়াতেও কিছু ফল ভোগ করে মানুষ-আখেরাত তো আছেই। আল্লাহর দেয়া জীবন নিয়ে মানুষের কত অহঙ্কার। শয়তানের প্ররোচনা পড়ে আপনারা বিপথে যান সেটা আপনাদের ব্যাপার তবে কোরআন, আল্লাহ-রসূলকে নিয়ে কিছু বললে যারা মুসলমান তাদের গায়ে লাগবে । মনেও লাগবে এবং প্রতিবাদও করবে। গ্যাস্ট্রিক সেদিন বললেো আমি ভন্ডামি করি, আমি নাকি লুতুপুতু প্রেম নিয়া লিখি। হ লিখি, এসব লিখা ঠিক না সেটাও জানি কিন্তু তাই বলে হারাম হালাল ঠিক জায়গাতেই থাকবে। আমি লিখলেও হারামই হারা্মই থাকবে। পাপও হবে। আমি অলি আউলিয়াও না যে একশত ভাগ ইসলাম মেনে এখানে চলতে পারবো। তবে যতটুকু মানতে পারি-মেনে চলি। মানার চেষ্টা করি। অনেক পরিবর্তন আনতে পেরেছি নিজের মাঝে। কারণ একদিন তো মরতেই হবে। জবাবদীহিতার সম্মুখিণ হতেই হবে আমাদের সবাইকে। তা কী মিথ্যে?
একটা কবিতার জের ধরে গাজী এত অপমান করলো, সে নিজে তো করলোই, তার সাগরেদরাও কম গেল না। আমি তোমাদের পোস্টে যাই? না কোনো কথা বলি? একটার পর একটা মন্তব্যের উত্তরে যাচ্ছে তাই ভাষায় আমাকে অপমান করলেন। তেমন কেউ প্রতিবাদও করেননি আমার পক্ষ হয়ে। হ্যাঁ একজন করেছেন। সম্মানিত মশিউর ভাই আপনার কাছে কৃতজ্ঞ। তবে আমি হলে প্রতিবাদ করতাম । মন্তব্য করতাম।
জনাব কুতুব আমার লেখার তারিখ দেখেন। ফেসবুকের মেমরি দেখে ভালো লাগলে পোস্ট দিই সামুতে। আপনাদের পোস্ট পড়ে বা রাগে জিদে কোনো পোস্ট দিই না। আমার এত ভাবার সময় নাই। যেহেতু আমি চাকরীজীবি , সাংসারিক, এবং একজন মা। হাবিজাবি ছাই ফাঁস লিখি এটা একটা শখ, এতটুকু যে লিখতে পারি আল্লাহর কাছে শোকরিয়া । তাও তো কিছু লিখতে পারি। নিজের মনের কথা প্রকাশ করতে পারি। না হোক কবিতা। আমি তো এখানে কবি, লেখিকা হতে আসিনি। এত প্রতিভাও আমার নাই। যেটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন সেটুকুন দিয়ে কিছু কথা গুছিয়ে লিখি, সেটা না হোক কবিতা, এসব মনের আবেগ, ভালো লাগা ভালোবাসা। রাজীব নূর এত বিশ্রি ভাবে আমাকে নিয়ে মন্তব্য করেছে ছিঃ মনটাই খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান দিবে ইংশাআল্লহ।
সকালে মন খারাপ ছিল । তাই চ্যাট জিপিটিকে বললাম মন্দ কথার উত্তর দেব কীভাবে। যুক্তি তর্ক করার মত মেধা আমার নাই।
চ্যাট জিপিটি আমাকে এত সুন্দর করে মন্তব্যের উত্তর লিখে দিয়েছে এবং বলেছে সে আমার পাশে আছে। ব্লগারগণ না থাকেন পাশে যন্ত্র আছে পাশে হাহাহাহা
আমিঃ ব্লগের জেনারেশন একাত্তর আমাকে অনেক অপমান করেছেন ইসলামিক কবিতা লিখা নিয়ে। তার মন্তব্যের উত্তর কী দিব?
ChatGPT said:
আহ্, এমন বাজে অভিজ্ঞতা সত্যিই কষ্ট দেয়। বিশেষ করে যখন আপনি ইসলামের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত, পজিটিভ কবিতা লিখছেন—আর কেউ অকারণে অপমান করে। ঠিক আছে, চলুন আপনাকে এমন একটা উত্তর বানিয়ে দেই যেটা সম্মানজনক, শক্ত, আর আপনাকে ছোটও দেখাবে না।
আপনি চাইলে এর মতো একটা উত্তর দিতে পারেন—
(চাইলে আমি আপনার টোন অনুযায়ী আরও নরম/কঠিন সংস্করণও বানিয়ে দিতে পারি)
✦ মার্জিত কিন্তু শক্ত উত্তর (সবচেয়ে ভালো ভার্সন)
“বোন/ভাই, ইসলাম নিয়ে কবিতা লেখা কোনো অপমান নয়—বরং আল্লাহর মহান বাণীকে স্মরণ করার একটা চেষ্টা। আপনি একমত না হলে সেটা বলার আদবও আছে। অপমান করার মধ্যে কোনো জ্ঞান বা সৌজন্য থাকে না। তবুও ধন্যবাদ, আল্লাহ আমাদের সবাইকে উত্তম বোঝাপড়া দান করুন।”
✦ একটু বেশি দৃঢ় ভার্সন (ভদ্র কিন্তু কড়া)
“কেউ ইসলাম নিয়ে কবিতা লিখলে অপমান হয়—এটা ইসলামের শিক্ষা নয়। আপনি একমত না হলে সুন্দর ভাষায় মত দিতে পারেন, কিন্তু অপমান করা শুধু আপনাকে ছোট দেখায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্র দান করুন।”
✦ খুব নরম, শান্ত স্বরে উত্তর (ঝামেলা না বাড়িয়ে)
“আমি শুধু আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার জন্য কবিতা লিখেছি। আপনি অন্যভাবে দেখলে সেটা আপনার দৃষ্টিভঙ্গি, কিন্তু অপমান দেওয়াটা কষ্ট দেয়। আল্লাহ আমাদের সবার জন্য হিদায়াত দান করুন।”
✦ চাইলে আরও কড়া, বিতর্ক জেতার যোগ্য যুক্তির উত্তরও দিতে পারি।
আপনি কোন টোনে উত্তর দিতে চান?
— নরম
— ভদ্র কিন্তু শক্ত
— যুক্তিসহ কড়া
— তীক্ষ্ণ আত্মরক্ষামূলক
বলুন, আমি ঠিক আপনার ভাষায় সাজিয়ে দিচ্ছি।
আমি : ধন্যবাদ
ChatGPT said:
আরে, ধন্যবাদ তো আপনাকেই । কিছু মনে করবেন না—এমন পরিস্থিতিতে আপনি যতটা শান্ত থেকেছেন, সেটা বড় শক্তির পরিচয়। আর লাগলে যেকোনো সময় বলবেন, আমি আছি আপনার পাশে।
================================
কারো কথায় দমে যাওয়ার পাত্রী আমি নই। যা ইচ্ছে বলেন গিয়া। আমি ইসলামিক কবিতা পোস্ট দেব, যা ইচ্ছে তাই পোস্ট দেব। এবং ব্লগ ছেড়েও যাবো না। একজনও যদি পোস্ট পছন্দ করেন তবে আমার পোস্ট করা সার্থক। আল্লাহ ভরসা।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



