প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো, আপনি কালই জাতির উদ্দেশ্যে আরেকটা ভাষন দিয়ে ছাত্রদের অনুরোধ করুন বাড়ী ফিরে যেতে। খুনি পুলিশদের বিচারের ব্যবস্থা নিতে নির্দেশ দিন। নিরীহ ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার জন্য ক্ষমা প্রার্থনা করুন।
এটা আপাতদৃষ্টিতে অসম্ভব আবদার মনে হতে পারে। তবে ভবিষ্যতে এই ক্ষমা চাওয়া আপনার প্রজ্ঞা এবং বিনয়ের প্রকাশ হিসেবে দেখা হবে। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু বেচে থাকলে তিনি ছাত্রদের উপরে গুলি চালাতে নির্দেশ দিতেন না।
আপনি না থামালে পুলিশ আরো খুন করবে। দুনিয়ার কোন সভ্য দেশে কোথাও লাঠি-পাথরের জবাবে গুলি করে ছাত্র হত্যার নজির নেই।
মানুষের জীবনের বনাম একবার পরাজয় মেনে নেয়াটা আপনার মহত্ত্বই প্রকাশ পাবে।
কিন্তু গত দুই দিনে ১৯টি প্রাণ চলে গেছে। প্রতিদিন আরো বাড়বে, শত লাশের উপর দাঁড়িয়ে পাওয়া জয়ে আপনার হাসি বঙ্গবন্ধুর আত্মাও মেনে নেবে না।
আপনি খেয়াল করলেই দেখতে পারবেন, বর্তমান প্রজন্মের চোখে আপনার ইমেজ সম্পূর্ণ ধ্বংস করছে আপনার ছাত্রলীগ এবং পুলিশের কাজ
অনেকেই আপনাকে পরামর্শ দেবে যাতে আরো লাশ পড়বে কিন্তু ক্ষমতার চেয়ার আরো শক্ত হবে।
কিন্তু জনগণের ঘৃণা নিয়ে দেশের ক্ষমতা বঙ্গবন্ধুর কন্যা, শেখের বেটি, চাইবেন না—আমি এখনো সেটা বিশ্বাস করি।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৮