জ্বরজ্বর কন্ঠনালী
আজ সুবাসে
তোমারআমার পাশে
ঘাসের গন্ধ
এই যে বিকেলে
ওঁত পেতে বসা
গ্রামজ্বর নিয়ে
শহরের ভেতরে কাঁপছি
আমাদের ফ্রীজ থেকে বের করো
উত্থান দাও! উত্থান দাও!
আর কচ করে কেঁটে
শশশশ…
কামড়-খন্ড খন্ড সুখ
রসজলশাঁস হয়ে নেমে যাক
পাকস্থলীতে
ততক্ষণ আমাদের কন্ঠনালী
কেউ ধরে রাখো
তোমরা কেউ
আমাদের কেউ তোমরা ধরে রাখো
আযানে আযানে
ঐ ততটুকুই
শরৎ চৌধুরী, ঢাকা ২৮শে এপ্রিল বাকিটুকু পড়ুন
