কাঙ্ক্ষিত তুমি
কাঙ্ক্ষিত তুমি
সাইফুল ইসলাম সাঈফ
তুমি অদেখা, অজানা ছিলে
আগ্রহে কিছুটা জানা, হলো দেখা!
তোমার আমন্ত্রণে ছুটে যাই
অপেক্ষা করছিলাম বসে দোতলায়
হঠাৎ তুমি সিঁড়ি বেয়ে উপরে
দেখেই চিনে ফেলি, কাঙ্ক্ষিত তুমি!
আমার সামনে দিয়ে হেটে গেলে
তারপর ফিরে এসে জিজ্ঞাসা?
সাইফুল ভাই? আমি বললাম হ্যাঁ
আমি চুপচাপ রইলাম, ভাষাহীন!
একটু পর তুমি নিচে যেতে বললে
সাথে সাথে আমি ওঠে চললাম…
কিছুক্ষণ পর... বাকিটুকু পড়ুন











