এক হাতে পারমাণবিক বোমা আরেক হাতে ভিক্ষার থালা! আহারে "পেয়ারা পাকিস্তান"!!
পাকিস্তানের যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা বলতে গেলে তাদের প্রাপ্যই ছিল। বছরের পর বছর যে ভুল পথে চলছিলো একটা পারমাণবিক শক্তিধর দেশ সেই ভুল পথে চলার মাশুল এখন হাড়ে হাড়ে গুনছে পাকিস্তান। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে কথাটা বলা যায়। সেটা হল কোনও দেশে যখন তার অন্যান্য খাতের তুলনায় সামরিক... বাকিটুকু পড়ুন
