অবশেষে বাংলাদেশ থেকে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে!!
হ্যাঁ, এই খবরে বহুত আমজনতা বিশেষ করে পাকিস্তান লাভাররা তো মহাখুশি...... এক্কেবারে খুশিতে ডগমগ...... আফটার অল, "পাকিস্তান হইলো আমাগো ধর্মের ভাই" ... এত্ত সুন্দর একটা দেশ, অনেকের কাছে তা ভারত তো বটেই, সুইজারল্যান্ডের চেয়েও নাকি বেশী সুন্দর ... তাতে সুন্দরমতো ব্যাগ-ট্যাগ গুছিয়ে ঘুরতে যাবে না তাই কি হয়...... বাই দ্যা ওয়ে, আপনারা পাকিস্তান ঘুরতে যাবেন, ভালো কথা, যান...... কিন্তু তারপরে ভুলেও ইউরোপ - আমেরিকার কোনও দেশে যাবার জন্য এপ্লাই করবেন তো জঙ্গিদের সাথে কোনও যোগসাজশ আছে এই সন্দেহে ইউরোপ-আমেরিকার ঐসব এমব্যাসিতে জবরদস্ত একটা বাঁশ খাবেন... ভিসা তো জীবনেও পাবেন না, এমন কি ইউরোপ - আমেরিকার দেশগুলো বাদে অন্য কোনও দেশে গেলেও সেসব দেশের এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঝামেলায় পড়তে পারেন!!!
যাই হোক, গুড লাক উইথ ট্রিপ টু পাকিস্তান!!!
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪১