কবিতাঃ ওরা কি আমাকেও মেরে ফেলবে?
পরিবেশ পরিস্থিতি দেখে
আমি ক্রমশ বাকরুদ্ধ!
এবং আতংকিত
এই মৃত্যু উপত্যকা কি আমার দেশ?
একি অরাজকতা!
কোথায় মানবিকতা?
কোথায় বিবেকবোধ?
মূল্যবোধের একি অবক্ষয়!
না, এ সব মেনে নেওয়া যায় না।
মানছি না।
যদিও বহু আগে থেকেই মানবিকতা বিবেকবোধের চর্চা এদেশে খুব একটা ছিল না।
তবে বর্তমানের মত এতটা ভয়ংকর... বাকিটুকু পড়ুন