কবিতাঃ আমার বাংলা
ঝিঁ ঝিঁ পোকাদের দুর্বোধ্য গান কী বোঝাতে চায়?
ছন্দ তালে সুর সুমধুর বোঝাবার এত কি দায়!
চাঁদ উঠেছে যদিও নামেনি প্রগাঢ় অন্ধকার।
পথ হারা বিহঙ্গ নীড়ে ছুটে চলে ব্যস্ততা অপার।
মাঝি মাল্লারা ফিরেছে ঘাটে পশ্চিম আকাশ রঙিন।
ক্লান্ত দেহ পাটাতনে সটান অবস্থা বুঝি সঙিন।
বিকেলের বৃষ্টিতে... বাকিটুকু পড়ুন
