কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০
একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিলো টুঙ্গিপাড়া নামে গ্রামে।
তাঁর আগমন যেন মুক্তির বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁহার বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের চোখে দেখতো সে নিজ মায়ের ছায়া।
দেশের মানুষ মুক্তি চায় ,পায় না'কো কোন দিশা।
ক্রমান্বয়ে তাঁর নির্দেশনায় কাটলো... বাকিটুকু পড়ুন
