কবিতাঃ প্রিয়তমা মণিকার
মনের মাধুরিতে আকাঁ শুধু তোমায় ভেবে লেখা আমার যত ছবি যত গান
তোমাতে আছি তোমাতেই বাঁচি তোমাতে আসক্ত আমার এ প্রাণ।
ওগো সুদূরিকা তুমি কি মরিচীকা না-কি প্রহেলীকা
একি রঙে রাঙালে মদিরা নেশা জাগালে থাকি কেমনে একা একা।
আমার পরাণের তুমি প্রাণের স্পন্দন
আমার ভুবনে তুমি শ্রী নন্দন আমার সকল আশা... বাকিটুকু পড়ুন
